জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে জুলাই সনদ বাস্তবায়নে চারটি মাধ্যমের কথা জানানো হয়েছে। বিশেষজ্ঞ প্যানেলের মত, জুলাই ঘোষণাপত্রের ২২ নম্বর অনুচ্ছেদের আলোকে সাংবিধানিক আদেশকে অন্তর্ভুক্ত করে জাতীয় নির্বাচনের দিন গণভোট করা যেতে পারে। তিনি জানান, অনেক রাজনৈতিক দল এতে সমর্থন জানিয়েছে, আবার অনেকে নানা আলোচনা করেছেন।
এ ছাড়া চারটি পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন বলে গতকাল বুধবার জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২৯টি রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।
ড. আলী রীয়াজ বলেন, ‘বিশেষজ্ঞরা চারটি পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন। অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা যেতে পারে।’
কমিশনের মেয়াদ এক মাস বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন করে কমিশনের মেয়াদ এক মাস বাড়ানোর আরেকটি কারণ হচ্ছে, যেকোনো কার্যালয় যদি এক বছর ধরে চলে, সেটা গুটিয়ে তুলতেও খানিকটা সময় লাগে। আমরা যেন মেয়াদের মধ্যেই সেটি গুটিয়ে আনতে পারি, সেটাও সরকারের পক্ষ থেকে বিবেচনা করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সংবিধান সংশ্লিষ্ট নয় এমন প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশনের মেয়াদ বাড়ানো হলেও কমিশন এক মাস সময় নেবে না। সময় বাড়ানো হয়েছে, যাতে সব দল তাদের পরামর্শ দিতে পারে।’
বিশেষজ্ঞদের সুপারিশে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার জুলাই সনদ ২০২৫-এ মূল সংস্কারগুলোকে অন্তর্ভুক্ত করে জুলাই ঘোষণাপত্রের ২২ অনুচ্ছেদের ক্ষমতাবলে একটি ‘সংবিধান আদেশ’ (সিও) জারি করতে পারে। এ সাংবিধানিক আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। সাংবিধানিক আদেশকে একটি গণভোটে উপস্থাপন করা যেতে পারে, যা আগামী সাধারণ নির্বাচনের দিন একসঙ্গে অনুষ্ঠিত হবে। সাংবিধানিক আদেশে গণভোটের বিধানও অন্তর্ভুক্ত করা যেতে পারে। যদি সাংবিধানিক আদেশ জনগণের অনুমোদন পায় গণভোটের মাধ্যমে, তবে তা প্রণয়ন তারিখ থেকে বৈধ বলে গণ্য হবে।
এর আগে, সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন