শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ১১:৪২ পিএম

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রা

গাজামুখী জাহাজবহর আটকাল ইসরায়েল, আটক প্রায় ৫০০

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ১১:৪২ পিএম

গাজামুখী জাহাজবহর আটকাল ইসরায়েল, আটক প্রায় ৫০০

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদ এবং ত্রাণ নিয়ে যাত্রা করা আলোচিত ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি বাদে বাকি সব জাহাজই আটক করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা আইনসম্মত নৌ অবরোধ লঙ্ঘন করার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।’ গতকাল বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত এই ফ্লোটিলার একটি জাহাজ ‘মিকেনো’ ইসরায়েলের বাধা এড়িয়ে গাজার দিকে অগ্রসর হচ্ছিল বলে জানিয়েছে আল-জাজিরা। জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে সেটি গাজা উপকূলের কাছে ফিলিস্তিন ভূখ-ের জলসীমায় ছিল বলে জানায় আয়োজক সংস্থা। ২০০৯ সালে ইসলায়েল গাজার জলসীমায় নৌ অবরোধ আরোপের পর থেকে এই প্রথম এমন কোনো মানবিক ত্রাণসহায়তাসহ নৌবহর ভূখ-টির ৭০ ন্যটিক্যাল মাইলের কাছাকাছি পৌঁছাল।

ইসরায়েলের বাহিনী কয়েকটি যুদ্ধজাহাজ নিয়ে সুমুদ ফ্লোটিলার নৌযানগুলো আটক করেছে। কিছু আটক করা হয়েছে গত বুধবার। বাকিগুলো গতকাল বৃহস্পতিবার। যেসব নৌযান আটক করা হয়েছে, সেগুলোর মধ্যে সুইডেনের জলবায়ু ও অধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ বিখ্যাত অনেকে রয়েছেন।

প্রথম দফায় আটক নৌযানগুলো গতকাল স্থানীয় সময় দুপুরের মধ্যে ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়। বন্দরটি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। ইসরায়েল জানিয়েছে, আটক ব্যক্তিদের প্রক্রিয়া শেষে উড়োজাহাজে করে ইউরোপে পাঠিয়ে দেওয়া হবে। গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় বুধবার রাতে ফ্লোটিলায় প্রথমবারের মতো সরাসরি বাধা দেয় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ফ্লোটিলা নৌবহরের সামনের সারির জাহাজ আলমার ডেকে ইসরায়েলি সেনা পরিবেষ্টিত হয়ে বসে আছেন গ্রেটা থুনবার্গ।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ফ্লোটিলার সব অধিকারকর্মীকে ফেরত পাঠাবে। এ ছাড়া যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সাহায্য পরিবহনের জন্য সুমুদ ফ্লোটিলার প্রচেষ্টাকে উসকানিমূলক হিসেবে আখ্যা দিয়েছে দেশটি। 

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। এতে রয়েছে ৫০টিরও বেশি জাহাজ এবং অন্তত ৪৪টি দেশের ৫০০ প্রতিনিধি, যার লক্ষ্য ইসরায়েলের আরোপিত নৌ অবরোধ চ্যালেঞ্জ করা এবং গাজায় খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিকসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন।

বহরে আছেন সুইডিশ জলবায়ুকর্মী ও ফ্লোটিলার স্টিয়ারিং কমিটির সদস্য গ্রেটা থুনবার্গ, নেলসন ম্যান্ডেলার ছেলে দক্ষিণ আফ্রিকার পরিচিত ব্যক্তি ও রাজনৈতিক পরিবারের সদস্য মান্ডলা ম্যান্ডেলা। ব্রাজিলীয় অ্যাক্টিভিস্ট ও সুমুদ ফ্লোটিলার স্টিয়ারিং কমিটির সদস্য খিয়গো, স্পেনের বার্সেলোনার সাবেক মেয়র, স্থানীয় ও আন্তর্জাতিক সামাজিক ন্যায্যতা আদায়ে সোচ্চার নেত্রী আদা কোলাউ এবং বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম।

প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের ইসরায়েলি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ওমর শাটজ আল-জাজিরাকে বলেন, পূর্বে যেসব কারাগারে ফ্লোটিলা কর্মীদের আটক রাখা হয়েছিল, এবার তাদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

শাটজ বলেন, আটকদের দক্ষিণ ইসরায়েলের কেটজিওট কারাগারে রাখা হতে পারে।  শত শত লোককে সামলানো ইসরায়েলের জন্য কঠিন হতে পারে। 

এ ঘটনার প্রতিক্রিয়া জানাতে দেরি করেননি বিশ্বনেতারা। একই সঙ্গে দুর্ভিক্ষকবলিত গাজায় ত্রাণবাহী নৌবহর পৌঁছাতে না দেওয়া এবং অধিকারকর্মীদের ইসরায়েলের আটকের ঘটনার নিন্দা জানিয়ে ইস্তাম্বুল, অ্যাথেন্স, বুয়েনস এইরেস, রোম, বার্লিন ও মাদ্রিদের মতো বিশ্বের বিভিন্ন শহরে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থিরা। বিক্ষোভ হয়েছে জর্ডান ও তিউনিসিয়ায়ও।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণ ও আগ্রাসনের নিন্দা জানিয়েছে। তারা বলেছে, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আন্তর্জাতিক জলসীমায় অবাধ চলাচলের অধিকার আছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বীকৃত তাদের এই চলাচলের স্বাধীনতায় ইসরায়েলের হস্তক্ষেপ করা উচিত নয়।’

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই হস্তক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকা-’ হিসেবে অভিহিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের এই কর্মকা- প্রমাণ করে, ‘গণহত্যা চালানো নেতানিয়াহু সরকারের ফ্যাসিবাদী ও সামরিকতাবাদী নীতি, যা গাজাকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিয়েছে, যা শুধু ফিলিস্তিনিদের মধ্যেই সীমাবদ্ধ নয়’।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, নৌবহরকে ইসরায়েলের বাধা দেওয়া নিয়ে তারা ‘খুবই উদ্বিগ্ন’ এবং এতে ‘অংশ নেওয়া বেশ কয়েকজন ব্রিটিশ নাগরিকের পরিবারের সঙ্গে’ তারা যোগাযোগ রাখছে। এক বিবৃতিতে তারা বলেছে, নৌবহরে থাকা ত্রাণ মানবিক সংস্থাগুলোর কাছে হস্তান্তর করা উচিত, যাতে তারা নিরাপদে গাজায় পৌঁছে দিতে পারে।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার নাগরিকদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছেন। এ ছাড়া প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক্সে ঘোষণা দেন, ইসরায়েলের কর্মকা-ের পরিপ্রেক্ষিতে তার সরকার ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করছে এবং কলম্বিয়ার মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করছে।

নৌবহর, সাংবিধানিক মূল্যবোধ এবং গাজার পক্ষে প্রতিবাদে আজ শুক্রবার ইতালির শ্রমিক সংগঠনগুলো সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি, আইরিশ প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিনস, পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতার ফ্লোটিলা কর্মীদের আটকের বিষয়ে নিন্দা জানিয়েছেন।

আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের ত্রাণবাহী জাহাজ জব্দ করাকে বেআইনি বলে অভিহিত করেছে জাতিসংঘের মানবাধিকার অফিস। জাতিসংঘের মুখপাত্র থামিন আল-খেতান বলেছেন, দখলদার শক্তি হিসেবে ইসরায়েলকে অবশ্যই জনগণের জন্য খাদ্য ও চিকিৎসা সরবরাহ নিশ্চিত করতে হবে অথবা দ্রুত এবং বাধা ছাড়াই নিরপেক্ষ মানবিক ত্রাণ প্রকল্পে সম্মত হতে হবে এবং তা সহজতর করতে হবে। এ সময় তিনি আটক শত শত ফ্লোটিলা কর্মীর অধিকারকে সম্মানের বিষয়েও আহ্বান জানান।
 

রূপালী বাংলাদেশ

Link copied!