বলিউডের বাদশা শাহরুখ খান অবশেষে ‘বিলিয়নিয়ার’ ক্লাবে প্রবেশ করেছেন। ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫’-এর সর্বশেষ রিপোর্টে জানানো হয়েছে, শাহরুখ খানের সম্পত্তি এখন দাঁড়িয়েছে প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১২ হাজার ৪৯০ কোটি টাকা।
প্রকাশিত তালিকায় শাহরুখকে বলা হয়েছে ভারতের সবচেয়ে ধনী অভিনেতা। শুধু তাই নয়, বিশ্ব মঞ্চেও তিনি পেছনে ফেলে দিয়েছেন টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন ডলার), জেরি সাইনফেল্ড (১.২ বিলিয়ন ডলার) ও সেলেনা গোমেজের (৭২০ মিলিয়ন ডলার) মতো আন্তর্জাতিক তারকাদের।
তালিকা অনুযায়ী, ভারতীয় চলচ্চিত্র জগতে শাহরুখের ধন সম্পদের ব্যবধান অন্যদের থেকে দ্রুত বাড়ছে। তার ব্যবসায়িক সঙ্গী জুহি চাওলা ও তার পরিবারের সম্পত্তি যেখানে আনুমানিক ৭ হাজার ৭৯০ কোটি, সেখানে তৃতীয় স্থানে থাকা হৃতিক রোশনের সম্পদ মাত্র ২ হাজার ১৬০ কোটি টাকা।
গত বছরও শাহরুখ ছিলেন অভিনেতাদের মধ্যে এক নম্বরে, তবে তখন তার সম্পত্তি ছিল ৮৭০ মিলিয়ন ডলার। এক বছরের মধ্যেই সেই সম্পদ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
তিন দশকেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমার শীর্ষেস্তরে থাকা শাহরুখের সম্পদ শুধু সিনেমা থেকেই আসেনি। তার মালিকানাধীন ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ প্রযোজনা সংস্থা ও ভিএফএক্স স্টুডিও, বিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক ক্রিকেট দল এবং মধ্যপ্রাচ্যে রিয়েল এস্টেট বিনিয়োগ, সব মিলিয়েই সম্পদের মূল স্তম্ভ গড়ে তুলেছে।
বিশেষজ্ঞদের মতে, এই সম্পদ বৃদ্ধি শাহরুখকে শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম ধনী অভিনেতা হিসেবেই প্রতিষ্ঠিত করছে।
‘এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫’-এ (রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানিকে আবারও দেশের ধনীতম হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবারের তালিকায় রেকর্ড ৩৫৮ জন ডলার-বিলিয়নিয়ার নাম তুলেছেন। আম্বানি পরিবারের সম্পত্তির পরিমাণ ধরা হয়েছে ৯.৫৫ লাখ কোটি টাকা, যা তালিকার শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছেন গৌতম আদানি ও তার পরিবার, তাদের সম্পত্তির পরিমাণ ৮.১৫ লাখ কোটি টাকা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন