ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

স্বস্তির ভোটে ফল নিয়ে শঙ্কা

জালালউদ্দিন সাগর, চট্টগ্রাম
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ১২:০৭ এএম

কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। গতকাল বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে নির্বাচন নিয়ে স্বস্তির কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন। তবে ফল ঘোষণা করতে বৃহস্পতিবার (আজ) সকাল থেকে দুপুর গড়াতে পারে বলেও জানান তিনি। বিচ্ছিন্ন কিছু অভিযোগ ছাড়া ভোটগ্রহণে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটলেও আশানুরূপ ফল নিয়ে শঙ্কিত প্রার্থীরা। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলসহ বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট, অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল।

ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়ের অভিযোগ, বারবার নির্বাচনি আইন ভঙ্গ করার পরও প্রশাসন বিষয়গুলো দেখেও না দেখার ভান করছে। তারা আরও বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও আমরা ফল নিয়ে শঙ্কিত। ভোটগ্রহণ শেষে নির্বাচন বয়কট করে সংবাদ সম্মেলন করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত প্যানেল। ভোটে কারচুপিসহ নানা অভিযোগ এনে নির্বাচন বয়কট ঘোষণা দেন ওই প্যানেলের ভিপি পদপ্রার্থী কেফায়েত উল্লাহ। চবি প্রশাসনের পক্ষ থেকে শিবির সমর্থিত প্রার্থীদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ করেন তিনি।

ভোটের ফল গণনা করতে ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী। তিনি বলেন, যেসব ব্যালটে ভোটাররা ভোট দিয়েছেন সেগুলো আগে থেকেই স্ক্যান করা হয়েছে। স্ক্যান করা ব্যালট পেপারের পাতার সংখ্যা ১ লাখ ৪০ হাজার। এর বাইরে অন্য কোনো ব্যালট পেপারে ভোট প্রদান করা হলেও সে ব্যালট পেপার মেশিন রিড করবে না। সুতরাং কেউ যদি জালভোট দিয়েও থাকেন তার সে ভোট গণনায় আসবে না। যদিও জালভোটের সম্ভাবনা নেই। অন্য কোনো বাইরের একটি পাতা যদি এ মেশিনে ঢুকেও পড়ে, তাহলে তা মেশিন রিজেক্ট করবে। কারণ তা মেশিনে দেওয়া আমাদের সিকিউরিটি কোডের বাইরে। যোগ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমাদের যদি ৮০ শতাংশ ভোট কাস্ট হয় তাহলে স্ক্যানিং করতে আনুমানিক ৭ থেকে ৮ ঘণ্টার ওপরে সময় লাগবে। স্ক্যানিংয়ে যান্ত্রিক কোনো সমস্যা না হলে ফল ঘোষণা করতে করতে বৃহস্পতিবার (আজ) দুপুর হয়ে যাবে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, খুবই সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খুশি মনে ভোট দিয়েছে। শিক্ষার্থীদের আবেগঘন উচ্ছ্বাস দেখে এতদিন যে কষ্ট আমরা করেছি, সেই কষ্টের ঘাম শুকিয়ে গেছে। আজকে চবি শিক্ষার্থীদের উৎসবের দিন, আনন্দের দিন।

৫ অনুষদের ১৫টি ভোটকেন্দ্র চাকসুর ভোটগ্রহণের মাধ্যমে সম্পন্ন হয় চাকসু নির্বাচন। ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়াই করেছেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬।