ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

ডেঙ্গুতে এক দিনে আরও ৫ জনের প্রাণহানি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ১২:৩০ এএম

দেশে এডিস মশাবাহী ডেঙ্গুজ্বরের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৬২ জন। এটি চলতি বছরে এক দিনে সর্বোচ্চ সংক্রমণ। এর আগে গত ২৬ অক্টোবর এক দিনে এক হাজার ১৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণ গেল ২৮৩ জনের। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৭৫ জনে।

গতকাল রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১১৬২ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৬ জন, ঢাকা উত্তর সিটিতে ২৬১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৫ জন, খুলনা বিভাগে ১৫৪ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৮৭ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৯৮ জন (সিটি করপোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে ৮ জন (সিটি করপোরেশনের বাইরে)।

গত এক দিনে সারা দেশে ৯৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬৮ হাজার ৪১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত সব মিলিয়ে ৭১ হাজার ৬৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৮৩ জনের।