ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

নভেম্বরের শুরুতেই ডেঙ্গুর ভয়াল রূপ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ১১:২৪ পিএম

নভেম্বরের শুরুতেই ভয়াল রূপ নিয়েছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ১৪৭ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৮৮ জনে এবং শনাক্ত রোগী বেড়ে হয়েছে ৭২ হাজার ৮২২। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬৬ জন, ঢাকা উত্তর সিটিতে ২৮৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৫ জন, খুলনা বিভাগে ৫৯ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৬৫ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৭০ জন (সিটি করপোরেশনের বাইরে), রংপুর বিভাগে ১৯ জন (সিটি করপোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে ৯ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত এক দিনে সারা দেশে ১০৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬৯ হাজার ৪৫২ জন। এর আগে গত রোববার ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু এবং ডেঙ্গু নিয়ে এক হাজার ১৬২ জন হাসপাতালে ভর্তির খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সম্প্রতি কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেছেন, আগামী জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকতে পারে। নভেম্বর-ডিসেম্বরের শীতেও এডিস মশা সক্রিয় থাকবে। জানুয়ারির পর রোগীর সংখ্যা ধীরে ধীরে কমতে পারে। তবে এই জীবাণু পুরোপুরি নির্মূল অসম্ভব। জলবায়ু পরিবর্তন, বিলম্বিত বৃষ্টিপাত, সিটি করপোরেশনের অদক্ষতা এবং ভাইরাসের অব্যাহত সঞ্চালনে এডিস সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না।

সরকারি রোগ গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর বলছে, এই বছর সেপ্টেম্বর মাস পর্যন্ত হাসপাতালগুলোতে ঢাকার বাইরে রোগী ভর্তির হার বেশি ছিল। কিন্তু অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকেই ঢাকায় রোগী বাড়তে শুরু করে। শুধু ঢাকা নয়, নারায়ণগঞ্জ ও গাজীপুরের মতো পাশের জেলাগুলোয় রোগী বেড়েছে উল্লেখযোগ্য হারে।