ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

১২ আসনে ১০ নারী প্রার্থীর তালিকা প্রকাশ বিএনপির

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ১১:৩০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনের মধ্যে ৫ শতাংশ আসনে নারী প্রার্থীর নাম প্রকাশ করেছে বিএনপি। গতকাল সোমবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেন। এর মধ্যে ১২টি আসনে ১০ জন নারী প্রার্থীর নাম রয়েছে।

নারী প্রার্থীদের মধ্যে ঢাকা-১৪ আসনে বিগত আ.লীগ সরকারের সময় গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলামকেও (তুলি) প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি। সানজিদা ইসলামের ভাই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৫ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন ২০১৩ সালে র‌্যাব কর্তৃক অপহৃত হন। পরবর্তীতে সানজিদা ইসলাম গুমের শিকার পরিবারগুলোকে নিয়ে মায়ের ডাক সংগঠন গড়ে তোলেন। বিগত সময়ে আওয়ামী লীগের অত্যাচারের বিরুদ্ধে এই সংগঠন ব্যাপক ভূমিকা রেখেছে।

অন্য আসনগুলোর মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য তিনটি আসন ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১।

এ ছাড়া মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও দেশের অন্যতম শিল্পগোষ্ঠী মুন্নুর চেয়ারম্যান আফরোজা খানম রিতাকে (মানিকগঞ্জ-৩) আসন, সিলেট-২ আসনে মনোনয়ন পেয়েছেন ২০১২ সালে গুমের শিকার সাবেক সাংসদ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসন পেয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ পেয়েছেন ফরিদপুর-৩ আসন, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো পেয়েছেন ঝালকাঠি-২ আসন, ফারজানা শারমিন পুতুল পেয়েছেন নাটোর-১ আসন, সানসিলা জেবরিন প্রিয়াংকা পেয়েছেন শেরপুর-১ আসন, সাবিরা সুলতানা মুন্নী পেয়েছেন যশোর-২ আসন। 

সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিল বিএনপি। তাতে ধানের শীষের হয়ে লড়েছিলেন ১৪ নেত্রী। জুলাই সনদে ৩০০ আসনের মধ্যে ৫ শতাংশে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার কথা বলা হয়েছে। এ প্রস্তাবে সায় দিয়েছে বিএনপিসহ ২৭টি রাজনৈতিক দল ও জোট।