৩ কোটি ৬৬ লাখ বাসিন্দার মেগাসিটি ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও জনবহুল নগরী। ৪ কোটি ১৯ লাখ বাসিন্দা নিয়ে এ তালিকায় সবার ওপরে আছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। জাতিসংঘের নতুন এক সমীক্ষায় উঠে এসেছে এ তথ্য। এর আগে ২০০০ সালে প্রকাশিত জাতিসংঘের সর্বশেষ সমীক্ষায় জাপানের রাজধানী টোকিও হয়েছিল বিশ্বের বৃহত্তম জনবহুল শহর। এবার টোকিওকে পেছনে ঠেলে দিয়েছে এশিয়ার ঘনবসতিপূর্ণ দুই রাজধানী শহর। জাপানের রাজধানী এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম শহর।
ইন্দোনেশিয়ার ঘনবসতিপূর্ণ দ্বীপ জাভার পশ্চিমাঞ্চলের উপকূলীয় নি¤œভূমিতে অবস্থিত জাকার্তা এর আগে তালিকায় দ্বিতীয় স্থানে ছিল। শীর্ষ দুই শহরের তুলনায় টোকিওর জনসংখ্যা অনেকটা স্থিতিশীল আছে। শহরটির বর্তমান জনসংখ্যা ৩ কোটি ৩৪ লাখ।
এক লাফে টোকিওকে তৃতীয় স্থানে ঠেলে দেওয়া ঢাকা আগের তালিকায় নবম স্থানে ছিল। বর্তমান অনুমান অনুযায়ী, ঢাকা ২০৫০ সালের মধ্যে জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম শহর হয়ে উঠবে।
আল জাজিরা জানিয়েছে, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫ প্রতিবেদনে বিশ্বে মেগাসিটির সংখ্যা বাড়ার তথ্যও উঠে এসেছে। ১ কোটির বেশি বাসিন্দার এ ধরনের শহরের সংখ্যা বেড়ে এখন ৩৩টিতে দাঁড়িয়েছে। ১৯৭৫ সালে বিশ্বজুড়ে মেগাসিটির সংখ্যা ছিল আট, এখন সেটি চার গুণের বেশি।
বিশ্বের এই ৩৩ মেগাসিটির মধ্যে ১৯টিই এশিয়ায় আর শীর্ষ ১০টির মধ্যে ৯টি এই মহাদেশে। জাকার্তা, ঢাকা ও টোকিওর পর শীর্ষ দশে থাকা অন্য এশীয় শহরগুলো হলো : ভারতের নয়াদিল্লি (৩ কোটি ২ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), চীনের গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপিন্সের ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)।
শীর্ষ দশে এশিয়ার বাইরের একমাত্র শহর মিশরের রাজধানী কায়রো। আফ্রিকা মহাদেশের এই শহরের জনসংখ্যা ৩ কোটি ২০ লাখ। ব্রাজিলের সাও পাওলো শহর ১ কোটি ৮৯ লাখ বাসিন্দা নিয়ে দুই আমেরিকা মহাদেশের মধ্যে বৃহত্তম শহর হিসেবে অবস্থান করছে। আর নাইজেরিয়ার দ্রুতবর্ধিষ্ণু শহর লাগোস সাহারা মরুভূমির দক্ষিণাংশের বাকি আফ্রিকার সবচেয়ে বড় শহর।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন