ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

ফিরে আসুন খালেদা জিয়া

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ১১:৪১ পিএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অন্যবারের তুলনায় এবার তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তার খোঁজ নিতে গত কয়েকদিন থেকে হাসপাতালের সামনে ভিড় করছেন বিএনপিসহ অন্যান্য দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। তবে সর্বশেষ গতকাল সোমবার বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন। একই কথা জানিয়েছেন অন্য নেতারাও। তারা বলছেন, দেশি-বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

এক সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। তার লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দিয়েছে। গত ২৩ নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তার ফুসফুসে সংক্রমণ হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার বিএনপির মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’। পরদিন তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই খালেদা জিয়ার।

দেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়ার শারীরিক জটিলতা নতুন নয়। গত কয়েক বছর ধরে নানা ধরনের গুরুতর রোগে ভুগছেন তিনি। চিকিৎসার ইতিহাস ঘেঁটে জানা যায়, বেশ কয়েক বছর ধরেই খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যাসহ নানান জটিলতায় ভুগছেন।

এদিকে গতকাল দুপুর পৌনে ২টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে বলেন, ‘গতকাল (রোববার) গভীর রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। তিনি লড়ছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনো অবস্থা ক্রিটিক্যাল আছে।’ তিনি আরও বলেন, ‘বলার মতো কোনো কন্ডিশনে এখনো তিনি (খালেদা জিয়া) আসেননি। জাতির কাছে দোয়া চাই, ম্যাডাম যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’

খালেদা জিয়া এবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর বাংলাদেশের চিকিৎসকদের পাশাপাশি তার চিকিৎসায় ভার্চুয়ালিভাবে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের চিকিৎসকেরা। চিকিৎসায় সহায়তা করতে চীনের পাঁচ সদস্যের মেডিকেল টিম গতকাল ঢাকায় এসেছেন।

গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ম্যাডাম অসুস্থ। আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি সব চিকিৎসককে যুক্ত রেখেই চিকিৎসাটা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দেশবাসী এই দোয়া করছি যে, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেন এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন।’

অপতথ্য নিয়ে সতর্ক বিএনপি

এদিকে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে নানামুখী তথ্য আসায় সতর্ক রয়েছে বিএনপি। এরই মধ্যে গত দুই দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমের নানা খবর ও বক্তব্য বিশ্লেষণ করে কেবল ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের উদ্ধৃতি ছাড়া কোনো বক্তব্য গ্রহণ এবং প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে বিএনপি। তবে গতকাল সোমবার তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি সার্বক্ষণিক চেয়ারপারসনের পাশে থেকে পর্যবেক্ষণ করছেন।’

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কারো বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন রিজভী। তিনি বলেন, ‘সিসিইউতে পূর্বের মতোই বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে।’

গতকাল সোমবার দুপুরে মোহাম্মদপুরে দলের কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলামের বাসভবনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের সব মানুষের শ্রদ্ধা অর্জন করেছেন তার গণতান্ত্রিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। তিনি এখন অসুস্থ হয়ে হাসপাতালে। আমরা সবাই দোয়া করি তিনি সুস্থ হয়ে উঠুন। চিকিৎসার বিষয়ে কথা বলার দায়িত্বপ্রাপ্ত নেতা হলেন ডা. জাহিদ হোসেন।’

দেশবাসীর কাছে দোয়া চাইল জামায়াত

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে এটিএম আজহারুল ইসলাম বলেন, অপরিসীম ত্যাগ, সাহস ও সংগ্রামের মধ্যদিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্রগঠনে সারাজীবন ভূমিকা রেখেছেন। দীর্ঘ ১৫ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তার অনমনীয় অবস্থান ও আন্দোলন জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এটিএম আজহারুল ইসলাম খালেদা জিয়ার পরিবার-পরিজন ও দলের নেতাকর্মীদের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান। একই সঙ্গে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য মহান রবের দরবারে দোয়া করার অনুরোধ জানান তিনি।