শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৫:২৯ এএম

সা ম্প্র তি ক

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৫:২৯ এএম

সা ম্প্র তি ক

এখন ডিসলাইক দিতে পারবেন ফেসবুকে

ফেসবুক পোস্টে ‘ডিসলাইক’ বাটনের দাবি অনেকদিন থেকেই করে আসছিল ব্যবহারকারীরা। তবে পোস্টে ‘ডিসলাইক’ করতে না পারলেও আপাতত কমেন্টে ডিসলাইক করতে পারবেন। নতুন ফিচার নিয়ে এসেছে মেটার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। ফেসবুকের মন্তব্যে ‘ডাউনভোট’ বাটন যুক্ত করেছে প্ল্যাটফর্মটি। ব্যবহারকারীরা কোনো মন্তব্য বা পোস্টের প্রতি অসন্তুষ্টি বা অসম্মতি প্রকাশ করতে পারেন এজন্যই এই বাটন যুক্ত করেছে ফেসবুক। এতদিন ফেসবুক ইতিবাচক ভাব বজায় রাখার জন্য এ ধরনের নেতিবাচক প্রতিক্রিয়ার ব্যবস্থা রাখেনি। তবে এই নতুন পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে, মেটা হয়তো এবার ব্যবহারকারীদের মতপ্রকাশের ধরন বদলাতে চাইছে। অনেকেই হয়তো এরই মধ্যে এই বাটন লক্ষ্য করেছেন। যদিও সবার কাছে এখনো পৌঁছায়নি ফিচারটি। এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। যে কারণে কিছু কিছু ব্যবহারকারী হয়তো এটি ব্যবহার করতে পারছেন। তবে ধীরে ধীরে ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে। আপনি যদি দেখেন আপনার ফেসবুকের মন্তব্যগুলোর পাশে এমন একটি নিচে তীর অথবা ‘ডাউনভোট’ বাটন আছে তাহলে বুঝে নিন আপনি সেই পরীক্ষামূলক গ্রুপের অংশ।

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা

ইউজারদের ডেটা সুরক্ষায় আরও একটি নতুন পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় মেসেজিং এই অ্যাপটি চ্যাট ব্যাকআপকে আরও নিরাপদ এবং সহজ করার জন্য নতুন ‘পাসকি এনক্রিপশন সিস্টেম’ যুক্ত করেছে, যা ব্যবহারকারীদের বায়োমেট্রিক অথেনটিকেশন যেমন ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি ব্যবহার করে ব্যাকআপ সুরক্ষিত করতে সহায়তা করবে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, এই নতুন পাসকি এনক্রিপশন ফিচার আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্যই আনা হচ্ছে। এর মাধ্যমে আর দীর্ঘ ৬৪ অঙ্কের পাসওয়ার্ড মনে রাখতে হবে না, বরং ব্যবহারকারীরা তাদের ফোনে থাকা বায়োমেট্রিক সুবিধা ব্যবহার করে দ্রুত এবং নিরাপদে চ্যাট ব্যাকআপ এনক্রিপ্ট করতে পারবেন। ২০২১ সালে হোয়াটসঅ্যাপ প্রথমবারের মতো চ্যাট ব্যাকআপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু করেছিল। তবে সে সময় ব্যবহারকারীদের একটি পাসওয়ার্ড তৈরি করতে অথবা ৬৪ অঙ্কের একটি এনক্রিপশন কী সংরক্ষণ করতে হতো, যা ফোন হারানো বা নতুন ফোনে ডেটা স্থানান্তরের সময় সমস্যা তৈরি করেছিল। নতুন পাসকি সিস্টেম এবার সেই জটিলতা দূর করে দিয়েছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন ফিচারটি সক্রিয় করতে ‘চ্যাট’ মেন্যু থেকে ‘চ্যাট ব্যাকআপ’ অপশনে গিয়ে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপটেড ব্যাকআপ’ অপশনটি এনেবল করতে হবে। এরপর ব্যাকআপ ডেটা কেবল ব্যবহারকারীর বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে। এই নতুন পাসকি এনক্রিপশন সুবিধার ফলে, ব্যাকআপ করা চ্যাট হিস্টোরি, ছবি, ভিডিও, বা ভয়েস নোট হোয়াটসঅ্যাপ, গুগল ড্রাইভ বা আইক্লাউডে কোনো তৃতীয় পক্ষ দেখতে পারবে না। সবকিছু থাকবে কেবল ব্যবহারকারীর নিয়ন্ত্রণে।

গুগল ম্যাপের এআই অ্যাসিস্ট্যান্ট

গুগল এবার তাদের জনপ্রিয় ন্যাভিগেশন অ্যাপ গুগল ম্যাপে আনছে এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনাই। এটি কোনোরকম হাতের ব্যবহার ছাড়াই আরও কথোপকথনমূলকভাবে ব্যবহার করা যাবে। কোম্পানিটি ধীরে ধীরে তাদের পুরোনো গুগল অ্যাসিস্ট্যান্টয়ের জায়গায় জেমিনাইকে আনছে। এবার ম্যাপেও সেটি যুক্ত হচ্ছে। এই নতুন ফিচার চালু হলে ব্যবহারকারীরা সাধারণ কথার মতোই প্রশ্ন করে ন্যাভিগেট করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট। যেমন, ব্যবহারকারী বলতে পারেন ‘আমার রুটের কয়েক মাইলের মধ্যে কি বাজেট-ফ্রেন্ডলি জাপানি রেস্টুরেন্ট আছে?’ জেমিনাই উত্তর দেওয়ার পর আবার জিজ্ঞেস করতে পারবেন ‘ওখানে পার্কিং আছে?’, ‘কোন খাবারটা বেশি জনপ্রিয়?’ ইত্যাদি। আর যখন ঠিক করবেন কোথায় যাবেন, তখন শুধু বললেই হবে, ‘ওকে, লেটস গো দেয়ার’। সঙ্গে সঙ্গে সেই জায়গার দিকনির্দেশনা চালু হয়ে যাবে।

অ্যান্ড্রয়েডে এলো ওপেনএআইয়ের সোরা

এখন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরদের জন্য গুগল প্লে স্টোর পাওয়া যাচ্ছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের জনপ্রিয় অ্যাপ সোরা। তবে অ্যাপটির আইওএস সংস্করণটি এখন কেবল কিছু নির্দিষ্ট কিছু দেশে পাওয়া যাচ্ছে এবং সেটি ব্যবহারের সুযোগ ‘ইনভাইট ওনলি’। অ্যাপটি চালুর পাঁচ দিনেরও কম সময়ে ১০ লাখের বেশি ডাউনলোড হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট। দ্রুত জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি সোরা নিয়ে সমস্যায়ও পড়েছে ওপেনএআই। কারণ কিছু ব্যবহারকারী মার্টিন লুথার কিং জুনিয়রেরকে নিয়ে অশ্রদ্ধাপূর্ণ ভিডিও বানিয়েছেন। অনেকেই বিখ্যাত মাঙ্গা ও অ্যানিমে চরিত্রের নকল ভিডিও বানিয়ে ফেলায় জাপান সরকারের সমালোচনার মুখে পড়েছে কোম্পানিটি। তবে এগুলোই সোরার একমাত্র আইনি সমস্যা নয়। সোরাতে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে ‘ক্যামিও’ কোম্পানি।  আর সেই মামলার পরের দিনই ‘ক্যামিও’ নামের এক নতুন ফিচার চালু করেছে ওপেনএআই। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো ব্যক্তি বা চরিত্রকে সোরার তৈরি ভিডিওতে যোগ করতে পারেন।

রূপালী বাংলাদেশ

Link copied!