প্রথমবারের মতো বিজ্ঞাপন থেকে ইউটিউবের একক প্রান্তিকে আয় ১ হাজার কোটি ডলার অতিক্রম করেছে। এতে ইউটিউব তথা গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মুনাফা ওয়াল স্ট্রিটের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। এ উত্থান কোম্পানিটির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়িয়েছে।
অ্যালফাবেট জানিয়েছে, গত প্রান্তিকে কোম্পানিটির মোট আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেড়ে ১০ হাজার ২৩৪ কোটি ডলারে দাঁড়িয়েছে। কোম্পানির ইতিহাসে প্রথমবার একক কোনো প্রান্তিকে আয় ১০ হাজার কোটি ডলার ছাড়াল। শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ২ ডলার ৮৭ সেন্টে, যা বিশ্লেষকদের পূর্বাভাস ২ ডলার ২৭ সেন্টের তুলনায় বেশি। ওয়াল স্ট্রিটের এক পূর্বাভাসে কোম্পানিটির বছরের তৃতীয় প্রান্তিকে সম্ভাব্য আয়ের প্রাক্কলন করা হয়েছিল ১০ হাজার ১৪ কোটি ডলার।
এর মধ্যে শুধু ইউটিউবেই বিজ্ঞাপন থেকে আয় হয়েছে প্রায় ১ হাজার ৩০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেশি। ২০ বছর পূর্ণ করা এই অনলাইন ভিডিও প্ল্যাটফর্মটি এখন বিশ্বের অন্যতম বড় সামাজিক যোগাযোগমাধ্যমে পরিণত হয়েছে। দুই বছরেরও বেশি সময় ধরে এটি নিলসেনের মার্কিন টিভি র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করে রেখেছে।
ইউটিউব টিভি, কোম্পানির পে-টিভি পরিষেবাও দ্রুত সম্প্রসারণ করছে। প্রায় এক কোটি সাবস্ক্রাইবার নিয়ে এটি যুক্তরাষ্ট্রের শীর্ষ পে-টিভি অপারেটরগুলোর মধ্যে অবস্থান করছে। গ্রাহক সংখ্যা বাড়ায় বিভিন্ন বড় টিভি নেটওয়ার্কের সঙ্গে নতুন করে চুক্তি আলোচনায় ইউটিউব শক্ত অবস্থান তৈরি করেছে। তবে সম্প্রতি বেশ কয়েকটি নেটওয়ার্কের সঙ্গে তাদের মতবিরোধ দেখা দিয়েছে, যার মধ্যে ডিজনি অন্যতম।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন