ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫

খুলনায় অতিরিক্ত মদ্যপানে ৪ জনের মৃত্যু

খুলনা ব্যুরো
প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০১:১৮ এএম

খুলনা মহানগরে অতিরিক্ত মদ্যপানে চারজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা পূজাখোলা ইসলামিয়া কলেজ মোড়ে ঘটনাটি ঘটে।

সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার এস আই আবদুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তিরা হলেনÑ বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭) ও তোতা (৬০)।

মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। এ ছাড়া খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনুর আশঙ্কাজনক অবস্থা হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
পুলিশের অপর একটি সূত্র থেকে জানা যায়, হাতে বানানো মদ খেয়ে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে। ওই মদের উপাদান ছিল ভারত থেকে আমদানি নিষিদ্ধ এলকোলি নামের একটি মেডিসিন। এর সঙ্গে যুক্ত করা হতো চুনের পানি এবং ঘুমের ট্যাবলেট, যা খেয়ে অনেকে সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করে। ওই পাঁচজনের ক্ষেত্রে একই অবস্থা হয়েছে বলে অনুমান করা হয়।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, বাবু, সাবু, তোতা এবং গৌতম মারা গেছেন। রাতে সাবু ও বাবুর লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপতালের মর্গে এনেছে পুলিশ। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।