সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ১২:৩৪ এএম

কৃত্রিম মানব ত্বক তৈরি হচ্ছে গবেষণাগারে

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ১২:৩৪ এএম

কৃত্রিম মানব ত্বক তৈরি হচ্ছে গবেষণাগারে

মানুষের ত্বকের আদলে কৃত্রিম ত্বক তৈরিতে সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। আর এ অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। স্টেম সেল ব্যবহার করে প্রথমবারের মতো মানুষের ত্বকের আদলে কৃত্রিম ত্বক তৈরি করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। গবেষণাগারে তৈরি কৃত্রিম ত্বকে রক্তনালি, লোমকূপ, স্নায়ু, টিস্যু স্তর ও রোগ প্রতিরোধক কোষ রয়েছে। ফলে ত্বকটি ত্বকসংশ্লিষ্ট রোগ, পোড়া অবস্থাসহ বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা যাবে।

কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী আব্বাস শাফি জানিয়েছেন, বিশ্বের যেকোনো স্থানে তৈরি করা কৃত্রিম ত্বকের মধ্যে সবচেয়ে প্রাণবন্ত ত্বকের মডেল এটি। নতুন ধরনের এই ত্বকের সাহায্যে বাস্তবের ত্বকের মতোই জৈবিক ক্রিয়া অনুকরণ করানো যায়। ফলে এই ত্বকের মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা আরও কার্যকরভাবে করা যাবে।

বিজ্ঞানীদের তথ্যমতে, মানুষের ত্বকের কোষকে স্টেম সেলের মাধ্যমে কৃত্রিম ত্বক তৈরি করা হয়েছে। এ জন্য প্রথমে স্টেম সেল ল্যাবের পেট্রি ডিশে স্থাপনের পর ত্বকের ক্ষুদ্র সংস্করণে রূপান্তর করা হয়। একে স্কিন অর্গানয়েড বলা হয়। বিজ্ঞানী আব্বাস জানান, ‘আমরা এরপর একই স্টেম সেল ব্যবহার করে ক্ষুদ্র রক্তনালি তৈরি করেছি। সব ধীরে ধীরে ত্বকে যুক্ত করেছি। প্রাকৃতিক ত্বকের মতোই বিকশিত হয়েছে এই নমুনা। এতে ত্বকের স্তর, লোমকূপ, পিগমেন্টেশন, অ্যাপেন্ডেজ প্যাটার্নিং, স্নায়ু ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজস্ব রক্ত সরবরাহের পথ তৈরি হয়েছে।

ত্বকের মডেল তৈরি করতে বিজ্ঞানীদের সময় লেগেছে প্রায় ছয় বছর। নতুন মডেলটির বিষয়ে বিজ্ঞানী অধ্যাপক কিয়ারাশ খোসরোতেহরানি বলেন, সোরিয়াসিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস ও সেক্লরোডার্মার মতো ত্বকের রোগ ও চিকিৎসা করা বেশ কঠিন। সেখানে এসব রোগসহ দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য নতুন মডেল আশার আলো দেখাতে সক্ষম।

সূত্র: এনডিটিভি
 

রূপালী বাংলাদেশ

Link copied!