এ যেন প্রাণী ও প্রাণের মিলনমেলা। প্রকৃতির মায়াজালে যেখানে ফুটে উঠেছে প্রাণের জীবন্ত ছন্দ। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে গতকাল শনিবার দিনব্যাপী আয়োজন করা হয় ‘প্রাণী ও প্রাণের মিলনমেলা’। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো এই ব্যতিক্রমধর্মী মেলার আয়োজন করেছে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’Ñ এই স্লোগানকে সামনে রেখে প্রাণীদের রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। মেলায় ছিল বিভিন্ন প্রজাতির পাখি, কুকুর, বিড়াল, ঘোড়া এবং আরও অনেক পোষা প্রাণী। দর্শকরা এখানে প্রাণীদের জীবনধারা, খাদ্যাভ্যাস ও আচরণ সম্পর্কে আয়োজক ও অংশগ্রহণকারীদের কাছ থেকে সরাসরি বিভিন্ন তথ্য জানতে পারেন।
বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফয়ার অ্যাসিয়েশনের উদ্যোক্তা আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রাণীপ্রেমী সংগঠনগুলোকে এক ছাদের নিচে আনার উদ্দেশ্যে এই মেলা আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে জনগণের মধ্যে প্রাণীর নিরাপত্তা ও সঠিক যতেœর বিষয়ে সচেতনতা বৃদ্ধি হবে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে প্রাণীদের প্রতি দায়িত্ববোধ এবং ভালোবাসা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
মেলায় ফ্রি মেডিকেল চেকআপ, পোষাপ্রাণীদের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ এবং অন্যান্য সহায়ক সেবা ছিল। দর্শনার্থীরা জানান, এ ধরনের আয়োজন প্রাণীদের প্রতি দায়বদ্ধতা ও সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে শহরের শিশু ও যুবকদের মধ্যে ডিভাইসের প্রতি আসক্তি কমিয়ে প্রাণীদের প্রতি আগ্রহ বাড়ানো এ ধরনের আয়োজনের অন্যতম লক্ষ্য।
মেলার পরিবেশ ছিল প্রাণবন্ত ও শিক্ষামূলক। ছোট-বড় সবাই বিভিন্ন প্রাণীর সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের আচরণ পর্যবেক্ষণ এবং বিশেষজ্ঞদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিচ্ছিলেন। একজন দর্শক বলেন, ‘প্রাণীদের সঠিক যতœ এবং আধুনিক চিকিৎসা নিশ্চিত করা সময়ের দাবি। এই ধরনের মেলা আমাদেরকে শেখায়, কীভাবে আমাদের চারপাশের প্রাণীদের সুরক্ষা ও যতœ নিশ্চিত করা যায়।’
মেলার আয়োজন প্রাণীদের জন্য একটি নিরাপদ ও শিক্ষণীয় পরিবেশ তৈরি করতে লক্ষ্যপ্রণোদিত। অংশগ্রহণকারীদের মতে, এই মেলার মাধ্যমে প্রাণীদের প্রতি মানুষের দায়িত্ববোধ বৃদ্ধি এবং সমাজে প্রাণী সুরক্ষাবিষয়ক সচেতনতা ছড়িয়ে দেওয়া সম্ভব।
সামগ্রিকভাবে, ‘প্রাণী ও প্রাণের মিলনমেলা’ শুধু একটি প্রদর্শনী নয়, এটি একটি শিক্ষণীয় ও মনোজ্ঞ আয়োজন, যা প্রাণীপ্রেমী মানুষের জন্য এক নতুন দিগন্ত খুলেছে।
বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ারের আহ্বায়ক চিত্রনায়ক আদনান আজাদের সভাপত্বিতে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা ও দৈনিক যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, বিএনপির কোষাধ্যক্ষ রশীদুজ্জামান মিল্লাত, বিএনপির সহ-স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মি আকতার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল লতিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন তুহিন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান প্রমুখ।