ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

চুনারুঘাটের ওসি নুর আলম ক্লোজড

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০১:২৯ এএম

হবিগঞ্জের চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলমকে ক্লোজ করা হয়েছে। ড্রাইভার ও কনস্টেবল ওয়াসিমের বাসায় তল্লাশি ও আসবাবপত্র তছনছ করার অভিযোগ ওঠার পর এ ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এমএএন সাজেদুর রহমান।

পুলিশ সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর ওসি নুর আলমের সরকারি বাসা থেকে প্রায় ৪ লাখ টাকা চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় তিনি সন্দেহভাজন হিসেবে নিজের ব্যক্তিগত গাড়িচালক কনস্টেবল ওয়াসিমের ভাড়া বাসায় কয়েকজন পুলিশ সদস্য নিয়ে অভিযান চালান। ওই সময় বই-খাতা থেকে শুরু করে আসবাবপত্র পর্যন্ত তছনছ করা হয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভুক্তভোগী কনস্টেবল ওয়াসিম অভিযোগ করে বলেন, ওসির নেতৃত্বে পুলিশ সদস্যরা আমার ঘরে তল্লাশি চালিয়ে সব কিছু ভেঙেচুরে ফেলে চলে যান। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিকভাবেও বিপর্যস্ত হয়েছেন তিনি।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, ওসির বাসায় এত টাকার উৎস কোথায় এবং কেন তিনি টাকা বাসায় রেখেছিলেন, সে বিষয়েও প্রশ্ন উঠেছে। পাশাপাশি তদন্তে দেখা হবে, তল্লাশি অভিযানে ওসিকে সহায়তা করেছিলেন কারা।

ওসি নুর আলম ২০২৪ সালের ১৫ ডিসেম্বর চুনারুঘাট থানায় যোগদান করেছিলেন। গত ১২ সেপ্টেম্বর রাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে ক্লোজ করেন। এ ঘটনায় বিভাগীয় তদন্ত চলছে বলে জানা গেছে।