ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

ভারত দলই জিতবে: কপিল দেব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০১:৫৯ এএম

এশিয়া কাপে ভারতের দলটি তারুণ্যদীপ্ত। কোহলি-রোহিতরা টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরে যাওয়ায় তরুণ ক্রিকেটাররা দলে সুযোগ পেয়েছেন। এরই মধ্যে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত দলটি এশিয়া কাপে দুর্দান্ত সূচনা করেছে। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারায় তারা। আজ রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয়রা। এই ম্যাচের ভবিষ্যদ্বাণী করে ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব বলেছেন, ভারত দল যে দুর্দান্ত ক্রিকেট খেলছে, এশিয়া কাপ জেতার মতো দল তারা।

আর পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারতই জিতবে। কপিল দেব মনে করেন, রোহিত ও কোহলি টি-টোয়েন্টি ও ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর এখন তরুণ খেলোয়াড়দের নিজেদের প্রমাণ করার সুযোগ এসেছে। তিনি বলেন, ‘ভারত দল খেলবে আর জিতে আসবেÑ এটাই আমাদের ইচ্ছা। আমরা জানি, যে ধরনের ক্রিকেট খেলছে, ভারত জিতবেই।’ কোহলি ও রোহিত প্রসঙ্গে কপিল দেব বলেন, ‘ওদের সময় ছিল। তারা অসাধারণ পারফরম্যান্স করেছে। ভারতের জন্য অনেক ভালো খেলেছে। এখন নতুন জেনারেশন এসেছে, তাদের নিজেদের প্রমাণ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘ভারতীয় দল নিয়ে কথা হওয়া উচিত, কোনো ব্যক্তিকে নিয়ে নয়।

যখন ভারতের দল খেলছে, তখন আমাদের তাদের দিকেই মনোযোগ দিতে হবে। যে ভালো খেলবে, সে-ই জিতবে।’ ভারত ও পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে কপিল দেবের মন্তব্যÑ ‘আমরা চাই ভারতীয় দল জিতুক, দলের জন্য শুভকামনা।’ শেষে কপিল দেব বলেন, ‘দলের পারফরম্যান্সই আসল। আপনারা দেখেন, কে অধিনায়ক আর কে নয়, কিন্তু আমি দেখি সবাই দেশের প্রতিনিধিত্ব করছে, যা সম্মানের বিষয়। দলের অধিনায়কত্ব এত বড় ব্যাপার নয়, কিন্তু দেশের প্রতিনিধিত্ব করাই আসল।’