ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

আত্মহত্যার হুমকি

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০১:৪৮ এএম

পাওনা টাকা পরিশোধ না করায় অংশীদারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আত্মহত্যার হুমকি দিয়েছেন ওবায়দুল হক তুহিন নামের এক ব্যবসায়ী। গতকাল শনিবার সকালে দুর্গাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ হুমকি দেন। সংবাদ সম্মেলনে তুহিন বলেন, ‘পাওনা টাকা না দিলে আমার মৃত্যুর বাইরে আর কোনো পথ নেই। প্রতিটি মুহূর্তে পাওনাদাররা আমাকে হুমকি দিয়ে আসছেন।’ তিনি জানান, উপজেলার মাড়িয়া গ্রামের আমিনুল ইসলামের সঙ্গে তিনি যৌথভাবে পুকুর খনন ও মাছ চাষের ব্যবসা শুরু করেন। পরে ব্যাংকঋণের কথা বলে আমিনুল সব পুকুর নামান্তর (ডিড) করে দেন তুহিন। কিন্তু আমিনুল সব পুকুরের মাছ তুলে বিক্রি করতে থাকেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে সালিশে উভয় পক্ষের উপস্থিতিতে হিসাব শেষে আমিনুলের কাছে তুহিনের পাওনা দাঁড়ায় ১ কোটি ৩০ লাখ টাকা। এ বিষয়ে স্ট্যাম্পে স্বাক্ষরিত আপোষনামাও করা হয়।