খুলনা-চট্টগ্রাম ম্যাচ দিয়ে আজ ১৪ সেপ্টেম্বর শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। ম্যাচটি হবে রাজশাহীর শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামে। একই দিন দুপুরে ঢাকা-বরিশাল মুখোমুখি হবে বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে। রাজশাহী ও বগুড়ায় প্রথম দুই রাউন্ড অনুষ্ঠিত হওয়ার পর বাকি পর্ব হবে সিলেটে। গ্রুপ পর্ব শেষে শীর্ষ চার দল খেলবে নকআউট পর্বে। নকআউট রাউন্ড শুরু হবে ৩০ সেপ্টেম্বর সিলেটে, যেখানে অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ। ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল, সন্ধ্যা ৫টায়।
লিগ শুরু হওয়ার আগে গতকাল বগুড়ায় হয়ে গেল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। তবে খানিকটা অবাক করে আট দলের টুর্নামেন্টে উপস্থিত ছিলেন মাত্র চার দলের অধিনায়ক। যেহেতু রাজশাহী ও বগুড়ায় একযোগে শুরু হচ্ছে লিগ। শুরুর দুই দিনে বগুড়ায় নেই ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও রাজশাহীর ম্যাচ। তাই বগুড়ায় এনসিএল টি-টোয়েন্টি লিগের ট্রফি উন্মোচনে ছিলেন না রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রামের চার দলের অধিনায়ক। গত বছর সিলেটে টুর্নামেন্টের প্রথম আসরে আট অধিনায়ককে একসঙ্গে নিয়ে ট্রফি উন্মোচন অনুষ্ঠান করেছিল বিসিবির টুর্নামেন্ট কমিটি। তবে এবার প্রথমবারের মতো রাজশাহী ও বগুড়ায় খেলা ছড়িয়ে দেওয়ায় আট অধিনায়ককে এক জায়গায় আনা সম্ভব হয়নি।
এদিকে, খুলনা বিভাগের মূল স্কোয়াড থেকে স্ট্যান্ডবাইয়ে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। আর ঢাকা মেট্রোর স্ট্যান্ডবাই থেকে মূল দলে জায়গা পেয়েছেন আইচ মোল্লা। এনসিএল টি-টোয়েন্টির জন্য বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন মিরাজ। ধারণা করা হচ্ছিল, টুর্নামেন্টের শুরু থেকেই খুলনার হয়ে খেলতে দেখা যাবে অভিজ্ঞ এই অফ স্পিন অলরাউন্ডারকে। কিন্তু হঠাৎ কী হলো যে, মূল দল থেকে স্ট্যান্ডবাইয়ে চলে গেলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক? খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম দুই ম্যাচের জন্য ছুটি নিয়েছেন মিরাজ। সম্প্রতি দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন মিরাজ, যে কারণে পরিবারকে সময় দিতে শুরুর কয়েক ম্যাচে থাকছেন না মিরাজ। তার বদলে মূল দলে প্রবেশ করেছেন রবিউল ইসলাম।