ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

নারী নিহত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০১:৪৮ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় খাইরুন বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের সেনারবাদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাইরুন বেগম ওই গ্রামের ধনু মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মাওলা, আজমির, সবুজ ও আনোয়ার হোসেনসহ কয়েকজন যুবক অপরিচিত মেয়েকে নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল। খাইরুন বেগমের ছেলে হৃদয় তাদের কাছে মেয়েটির পরিচয় জানতে চাইলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা হৃদয়কে মারধর করে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গতকাল দুপুরে খাইরুন বেগম প্রতিপক্ষের কাছে কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে খাইরুন বেগমসহ আরও তিনজন আহত হন। এ সময় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।