ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

আদিতমারীতে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০১:৩০ এএম

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগে ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া রিপন এবং স্থানীয় চান মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী এক এনজিও-কর্মী গত বৃহস্পতিবার সন্ধ্যায় আদিতমারী থানায় মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত রিপন ভেলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং পশ্চিম ভেলাবাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। অপর অভিযুক্ত চান মিয়া একই এলাকার তালুক দুলালী গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারে বলা হয়, প্রেমিকের সাথে প্রতারণার শিকার হয়ে ওই এনজিওকর্মী গত ৩ আগস্ট বিচার চেয়ে বিএনপি নেতা রিপনের কাছে যান। রিপনের পরামর্শে তাকে চান মিয়ার বাড়িতে রাখা হয়। পরে ওই রাতেই রিপন তাকে গোপন কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ব্যর্থ হলে চলে যান তিনি। এরপর আশ্রয়দাতা চান মিয়াও ধর্ষণের চেষ্টা করেন, তবে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা জড়ো হলে তিনি পালিয়ে যান।

পরদিন রিপন ভুক্তভোগীকে ফোন করে অশালীন প্রস্তাব দেন। ওই ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। অভিযুক্ত রিপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। আদিতমারী উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ছালেকুজ্জামান প্রামাণিক বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। বর্তমানে উপজেলায় কোনো কমিটি নেই, তাই মন্তব্য করা ঠিক হবে না।’

আদিতমারী থানার ওসি আলী আকবর বলেন, ‘মামলাটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’