ঢাকা শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

সাংবাদিকতা পেশার নৈতিক সংকটে উদ্বেগ গোলাম পরওয়ারের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ১২:৫০ এএম

দেশের সাংবাদিকতা পেশাকে ব্যবসায়িক ও রাজনৈতিক স্বার্থের পাহারাদার বানানো হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি সাংবাদিকতা পেশার ‘নৈতিক সংকট’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

গোলাম পরওয়ার বলেন, ‘সাংবাদিকতা পেশা সভ্যতার অন্যতম মানদ- হলেও বর্তমানে সারা বিশে^ই এই পেশা তার মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছে। সাংবাদিকতার যে লক্ষ্য, সত্য সংবাদ পরিবেশন করা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা সেই স্থিরতা আজ আমরা ধরে রাখতে পারছি না।’ সাংবাদিকতা এখন অনেক ক্ষেত্রে নৈতিকতা, সুবিধা ও স্বার্থঘেঁষা আচরণের কারণে পেশাগত মর্যাদা হারাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

জামায়াত নেতা বলেন, ‘বিভিন্ন গণমাধ্যম ও মিডিয়া হাউসগুলো যেন কোনো ব্যক্তির ব্যবসায়িক পুঁজি রক্ষা, কোনো রাজনৈতিক ব্যক্তির স্বার্থ রক্ষা অথবা অর্থনীতি ও দুর্নীতি-লুটপাটের পাহারাদার হিসেবে গড়ে উঠেছে।’ দেশের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, ‘এ পর্যন্ত ৬৮ জন সাংবাদিক ও সাংবাদিক নেতাকর্মী নিখোঁজ হয়েছেন, ৬ জনের মৃত্যু হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাদের ত্যাগ ইতিহাসে লেখা থাকবে। আজকের সাংবাদিকরা যদি কিছু স্বার্থ ত্যাগ করে জাতির স্বার্থকে অগ্রাধিকার দেন, তবে নতুন বাংলাদেশ গঠনে বড় অবদান রাখতে পারবেন।’

সাংবাদিকদের মধ্যে বিভাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের সেক্রেটারি বলেন, ‘ঢাকা এবং ঢাকার বাইরের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন শাখায় বিভক্তি দেখা যাচ্ছে। রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক; কিন্তু সাংবাদিকদের ঐক্য থাকলে জাতি গঠনে বড় ভূমিকা রাখা সম্ভব হবে।

রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত থাকা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানদ- অনুযায়ী কিছু ‘ন্যাশনাল কনসেন্সাস’ থাকা দরকার। ক্ষমতায় গেলে কোনো দল যেন ভিন্নমতকে দমন না করে, সামাজিক ন্যায়বিচারের সুযোগ সবার জন্য সমান রাখে। আমরা চাই বাংলাদেশ হোক করাপশন-ফ্রি। দুর্নীতির সঙ্গে যারাই জড়িত, তাদের না বলুন।’