ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ওষুধ কিনতে বেরিয়ে নিখোঁজের তিন দিন পর নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নের বলভদ্র নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানিয়েছেন।
মৃত ২১ বছর বয়সি মাহমুদুল ইসলাম বিশাল নাসিরনগরের ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের নজরুল ইসলামের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, গত ২০ সেপ্টেম্বর রাতে ফান্দাউক বাজারে ওষুধ কিনতে বেরিয়ে নিখোঁজ হয়েছিল মাহিদুল। সকালে কয়েকজন বলভদ্র নদীতে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়।
পরিদর্শক তানভীর বলেন, মাহমুদুলের নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে রোববার রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।