ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী : সৈয়দ মো. ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০১:৩৯ এএম

হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। সব ধর্মের নাগরিক রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা সমানভাবে ভোগ করবে। সব নাগরিক তার ধর্ম ও সাংস্কৃতিক কর্মকা- স্বাধীনভাবে পালন করবে। কেউ কারো ধর্মীয় স্বাধীনতা বিনষ্ট করতে পারবে না। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয়ভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন হিন্দু ধর্মের লোকজন শারদীয় দুর্গাপূজা যাতে সুন্দরভাবে করতে পারে সে ব্যবস্থা করে দেওয়ার জন্য।

গত রোববার দুপুরে মাধবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ১১৪টি পূজাম-প নেতৃবৃন্দের কাছে অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনগণের রায়ে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। বিএনপি এদেশের জনগণের সুখ-শান্তি সমৃদ্ধি চায়। কিন্তু নতুন করে এখন বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে দেশের জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করতে চাই। আমার শেষ জীবনে জনগণের সেবা করে যেতে চাই।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও পূজা উদযাপন পরিষদের যৌথ আয়োজনে সাবেক কাউন্সিলর সুরঞ্জন পালের সভাপতিত্বে এবং বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট মাধবপুর উপজেলা আহ্বায়ক হীরেশ ভট্টাচার্য হিরোর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল, সহ-সভাপতি পারভেজ হোসেন চৌধুরী, সহ-সভাপতি হাজি অলিউল্লাহ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, সাধারণ সম্পাদক আলা উদ্দিন আল রনি, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল বাবুল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শংকর পাল সুমন, মনোজ কুমার পাল, জগদিশ ঘোষ প্রমুখ। শেষে উপজেলার ১১৪টি পূজাম-পে অনুদান প্রদান করা হয়।