ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫

রংপুরে গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন

রংপুর ব্যুরো
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ১১:৩০ পিএম

রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নে গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। গতকাল রোববার দুপুর পর্যন্ত বিষয়টি নিয়ে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। গত শুক্রবার রাতে গৃহবধূ শেফালী বেগমকে স্বামী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী আমেনা বেগম মারধর করেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গৃহবধূ শেফালী বেগম স্বামীর বাড়িতে এলে তার স্বামী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী আমেনা বেগম তাকে মারধর করেন। একপর্যায়ে মধ্যরাতে বাড়ির উঠানে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। ভোরের দিকে শেফালীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলেও নজরুলের ভয়ে কেউ বাঁধন খুলে দিতে সাহস করেনি। পরে স্থানীয়রা ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিও দেখে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা গিয়ে গৃহবধূকে উদ্ধার করেন।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, একই উপজেলার পাওটানা হাটের নিজতাজ গ্রামে তার বাড়ি। তারা ২০১৪ সালে বিয়ে করেন। বিয়ের পর থেকে প্রায়ই তাকে নির্যাতন করতেন স্বামী ও সতিন আমেনা। এ কারণে তিনি তার স্বজনদের কাছে প্রায় এক বছর ধরে আশ্রিত ছিলেন। শুক্রবার রাতে তিনি স্বামীর বাড়িতে এলে স্বামী নজরুল বলেন, তাকে তালাক দিয়েছেন। এ সময় তালাকের কাগজ দেখতে চাইলে তার ওপর নির্যাতন শুরু করেন তারা দু’জন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শাহীন মির্জা সুমন বলেন, এ ঘটনার পর তিনি ওই গৃহবধূকে নিরাপদে থাকার জন্য স্বজনদের কাছে পাঠিয়ে দেন। আইনি ব্যবস্থাও নিতে বলা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, নির্যাতিত গৃহবধূ ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। গৃহবধূ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।