ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

শাহ আমানতে ৮শ কার্টুন সিগারেট জব্দ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০২:৪৫ এএম

চট্টগ্রামের  শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম অ্যারাইভাল হলের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নার’র কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০০ কার্টুন সিগারেট জব্দ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় ছয়টি লাগেজ বোঝাই এসব সিগারেট জব্দ করা হয়।

বিমানবন্দরের জনসংযোগ দপ্তর জানিয়েছে, শাহ আমানত বিমানবন্দরের কাস্টম অ্যারাইভাল হলের লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নার সংলগ্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় ছয়টি লাগেজ  থেকে ৮০০ কার্টন মন্ড সিগারেটের বড় চালান উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরের কাস্টম শাখা উল্লেখিত লাগেজগুলোর কোনো মালিকানা না পাওয়ায় পরিত্যক্ত মালামাল হিসেবে ৮০০ কার্টন মন্ড সিগারেট জব্দ করে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল  জানিয়েছেন, অনেক সময় ধরে  খোঁজাখুঁজি এবং ঘোষণা দেওয়ার পরও এসব সিগারেটের মালিকানা কেউ দাবি করেনি। পরিত্যক্ত অবস্থায় ছয়টি ব্যাগেজে এই বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়েছে। মালিক না থাকায় জব্দ পণ্য পুরোটাই রাজস্ব হিসেবে জমা করা হবে। জব্দ করা সিগারেট থেকে রাজস্ব আদায় হবে প্রায় ৯০ লাখ টাকা। ধারণা করা হচ্ছে, এসব সিগারেট শুল্ক ফাঁকি দিয়ে কেউ এনেছে। ধরা পড়ার ভয়ে ফেলে রেখে চলে গেছে।

প্রসঙ্গত, শাহ আমানত বিমানবন্দরে এর আগেও শুল্কফাঁকি দিয়ে আনা একাধিক সিগারেটের চালান আটক করা হয়। এসব ঘটনায় পৃথক মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত চোরাচালানে জড়িত কাউকে আটক বা শনাক্ত করা যায়নি। শাহ আমানত ছাড়াও ঢাকার হযরত শাহজালাল বিমান বন্দর দিয়েও শুঙ্ক ফাঁকি দিয়ে সিগারেটসহ বিভিন্ন পণ্যের চোরাচালানের অভিযোগ রয়েছে।