তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে নোয়াখালীর কবিরহাট উপজেলায় রোহান দিবা-রাত্রি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার চাপরাশিরহাট পশ্চিম বাজার মাঠে ইকোভিশন ও মাস্টার ওয়াজি উল্ল্যাহ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় মাদ্রাসা রোড় স্পোর্টস ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাপরাশিরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি কামাল উদ্দিন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি ফয়েজ উল্লাহ, ব্যবসায়ী দেলোয়ার হোসেন, চাপরাশিরহাট বণিক সমবায় সমিতির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, শিক্ষানুরাগী মাজাহারুল ইসলাম রাসেল ও ক্রীড়ানুরাগী আবদুর রহমান রাজন। বক্তারা বলেন, বর্তমানে অনেক তরুণ চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকা- ও মাদকে জড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে তাদের খেলাধুলার মাধ্যমে ইতিবাচক পথে ফিরিয়ে আনা সময়োপযোগী উদ্যোগ।

