ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

শিক্ষকের বিদায় সংবর্ধনা

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৩:৪৭ এএম

সিরাজগঞ্জের সলংগা থানার দাদপুর জি.আর ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কানাই লাল সাহার অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে দাদপুর জি. আর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ মো. জামাল উদ্দিন এবং উপস্থাপনা করেন, বাংলা বিভাগের প্রভাষক আমিনুল ইসলাম তুষার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. এনামুল হক মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজর প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মাও. জিল্লুর রহমান। বিদায়ী সভায় বক্তারা বলেন, স্যারের শূন্যতা আর পূরণ হবার নয়। তিনি সময়ানুবর্তিতা ও দায়িত্ববোধে সবার কাছে অনুকরণীয় ছিলেন। আমরা তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি।