জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পরদিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় নেতাকর্মীদের সুসংগঠিত হওয়ার নির্দেশ দিলেন আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম শাহান। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
গত শুক্রবার ৮ মাস জেল খাটার পর জামিনে মুক্তি পান আমিনুল ইসলাম শাহান। গত শনিবার বিকেল ৩টায় নিজের ফেসবুক আইডিতে ৫০ সেকেন্ডের এক ভিডিও বার্তা পোস্ট করে স্থানীয় নেতাকর্মীদের সুসংগঠিত হওয়ার নির্দেশনা দেন। ভিডিওটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়। ভিডিওটি ৬ ঘণ্টায় ২ হাজার ৩০০ রিঅ্যাক্ট, ৬৭৬ মন্তব্য, ২০২ শেয়ার ও ৪০ হাজারের বেশি ভিউ হয়।
ভিডিও বার্তায় আমিনুল ইসলাম শাহান বলেন, ‘প্রিয় নান্দাইলবাসী, আপনাদের সবার দোয়ায় কারামুক্ত, ভালোই আছি। বারবার শোন অ্যারেস্ট ও কারাগারে থাকার কারণে কিছুটা অসুস্থ। আশা করি, শিগগিরই আরোগ্য লাভ করে আপনাদের সবার সঙ্গে সার্বিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারব। তৃণমূলের নেতাকর্মীদের ধৈর্য সহকারে সুসংগঠিত থাকার অনুরোধ জানাচ্ছি। আমাদের ঐক্যবদ্ধ শক্তি ও সুসংগঠিত থাকার মাধ্যমে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলা করে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারব ইনশা আল্লাহ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’
এদিকে মুহূর্তেই ভিডিও বার্তাটি ছড়িয়ে পড়ে। এতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তার পোস্টে আগামী দিনে আমিনুল ইসলাম শাহানের হাত ধরেই আওয়ামী লীগ সুসংগঠিত হবে বলে মন্তব্য করেন।
সূত্র জানায়, গত বছরের ১৯ নভেম্বর সন্ত্রাসবিরোধীর আইনে যৌথ বাহিনীর হাতে নিজ বাসা থেকে আমিনুল ইসলাম শাহান গ্রেপ্তার হন। সেই থেকেই ময়মনসিংহ জেলা কারাগারে ছিলেন। বেশ কয়েকবার জামিন পেলেও শোন অ্যারেস্টে কারামুক্ত হতে পারেনি তিনি। তার ভিডিও বার্তায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন কারাভোগ করে পর্দার আড়ালে থেকে ভিডিও বার্তা দিয়েছেন। তবে প্রকাশ্যে অরাজকতা সৃষ্টি করলে পদক্ষেপ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :