সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় একাধিক অভিযানে প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, সংগ্রাম ও বিছনাকান্দি এলাকায় অভিযান চালায় বিজিবির বিভিন্ন টহলদল।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, আইবল ক্যান্ডি, কম্বল, চকোলেট, সনপাপড়ি, সুপারি, চিনি, ফেনসিডিল এবং অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়। এ ছাড়া লামাশ্যামপুর এলাকায় সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত এক বিশেষ অভিযানে ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, জিলেট ব্লেড ও চা-পাতা আটক করা হয়েছে।
বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ চোরাচালান পণ্য আটক সম্ভব হয়েছে। আটককৃত মালামালের বাজারমূল্য প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকা এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়।
আপনার মতামত লিখুন :