নেত্রকোনার মদনে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে উপজেলার চানগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা সবাই চানগাঁও গ্রামের বাসিন্দা।
আহত ব্যক্তিদের মধ্যে শিফা আক্তার (২৯), সালমা আক্তার (২৪), তন্না আক্তার (১০), মোরসালিন (১৭), জেসমিন আক্তার (৪৫), এরশাদ মিয়া (৩৫), শামীম মিয়া (৩৮), আঙ্গুর মিয়া (৫০), তাইজুল ইসলাম (৬), আসব আলী (৭৫), মারিয়া আক্তার (৩), লিজা আক্তার (৯), আবির মিয়া (২) ও কাইয়ুম মিয়া (৪০) মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাঁরা রাতের খাবার খেয়ে গরমের কারণে ঘরের বাইরে বসে গল্প করছিলেন। তখন কিছু বুঝে ওঠার আগেই একটি শিয়াল আক্রমণ করে তাঁদের হাত-পায়ে কামড় দিয়ে দ্রুত পালিয়ে যায়। এভাবে প্রায় আধা ঘণ্টার মধ্যে শিশুসহ অন্তত ১৭ জনকে কামড় দেয় শিয়ালটি। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে শিয়ালের আতঙ্ক দেখা দেয়।
আহত কাইয়ুম মিয়া বলেন, ‘আমি প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষে ঘরের বারান্দায় বসেছিলাম। হঠাৎ একটা শিয়াল দৌড়ে এসে আমাকে কামড়ে দেয়। পরে আমাদের বাড়ির আরও চারজনকে কামড় দিয়ে অন্য বাড়িতে চলে যায়। এর পর থেকে আমরা আতঙ্কের মধ্যে আছি।’
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্বাস আলী বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে শিয়ালের কামড়ে আহত রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। আহত ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে মদন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মাসুদ করিম সিদ্দিকী বলেন, শিয়াল সাধারণত দুটি কারণে আক্রমণ করে। প্রথমত কেউ প্রাণীগুলোকে আঘাত করলে সংঘবদ্ধ হয়ে আক্রমণে যায়।
আরেকটি হলো খাদ্যসংকট। এখন শিয়ালের খাবারের খুব অভাব। ক্ষুধার্ত হয়ে লোকালয়ে গিয়ে লোকজনের ওপর আক্রমণ করে। মনে হচ্ছে, ক্ষুধার্ত শিয়ালই আক্রমণ করেছে। এ বিষয়ে স্থানীয় মানুষকে সতর্ক থাকতে হবে এবং আহত ব্যক্তিদের চিকিৎসা নিতে হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন