মাগুরায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, ট্রাইসাইকেলসহ সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ উপকরণ বিতরণ করা হয়। জেলা প্রশাসক অহিদুল ইসলাম প্রতিবন্ধীদের মাঝে এ উপকরণ বিতরণ করেন। সদর উপজেলায় হুইলচেয়ার ৩২টি, ট্রাইসাইকেল দুটি, আক্সলি ক্র্যাশ দুটি, শ্রীপুর উপজেলায় হুইলচেয়ার ১০টি, ট্রাইসাইকেল একটি, মহম্মপুর উপজেলায় হুইলচেয়ার ২০টি, ট্রাইসাইকেল দুটি ও একটি স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়। এ ছাড়া শালিখা উপজেলায় হুইলচেয়ার ১০টি, ট্রাইসাইকেল তিনটি, মাগুরা পৌরসভায় হুইলচেয়ার আটটি ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়। মোট হুইলচেয়ার ৮০টি, ট্রাইসাকেল ১০টি, স্মার্ট সাদাছড়ি দুটি, কর্নার চেয়ার ও ফ্লোর্ডি ওয়াকার বিতরণ করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন