শেরপুরে সদর উপজেলা ও শহর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে খরমপুরস্থ হোটেল নির্ঝর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এ কমিটি ঘোষণা করেন।
এ সময় আলহাজ হযরত আলীকে আহ্বায়ক, এসএম শহিদুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাইফুল ইসলামকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এ ছাড়াও শহর বিএনপিতে অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আহ্বায়ক, অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকিবকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জাফর আলীকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট শহর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, আতাহারুল ইসলাম আতা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম স্বপন, থানা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ প্রমুখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন