গাজীপুর মহানগরীর টঙ্গীতে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক ছিনতাইকারী নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ২২ বছর, পরনে ছিল কালো প্যান্ট ও নীল শার্ট।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক ব্যক্তি তার বোনকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। তারা স্টেশন রোড এলাকায় পৌঁছালে ৩-৪ জনের একটি ছিনতাইকারী দল বাসের জানালা দিয়ে তাদের দুটি মোবাইল ফোন টেনে নিয়ে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করা হলে উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর করে।
খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘বাসের জানালা দিয়ে টান মেরে মোবাইল ছিনতাইয়ের সময় তাকে গণপিটুনি দেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। মরদেহ শনাক্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে’।
পুলিশ জানায়, নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।