পটুয়াখালীর কলাপাড়ায় দুই কেজি গাঁজাসহ মো. ইমরান জোমাদ্দার (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত রোববার রাত ৩টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের নমরহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইমরান পার্শ্ববর্তী আমতলী উপজেলার হলুদিয়া ইউনিয়নের টেপুরা গ্রামের বাসিন্দা এবং জলিল জোমাদ্দারের ছেলে। কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জানান, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পেশাদার এ মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে বাজারে আসার সময় পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে। এ ঘটনায় কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন