শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল পুনঃমূল্যায়ন হবে কি না, সে বিষয়ে ব্যাখ্যা বক্তব্য দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএ বলছে, নিবন্ধন পরীক্ষার ফলাফল পুনঃমূল্যায়নের সুযোগ নাই।
সংস্থাটি আরও বলছে, পরীক্ষায় কৃতকার্য হলে মেধাতালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আর কোনো আইনগত সুযোগ নেই। তা ছাড়া জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্তি ব্যতীত কোনো প্রার্থীর নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে ই-অ্যাপলিকেশনে আবেদন করার আইনগত কোনো সুযোগ নাই বলেও জানায় এনটিআরসিএ।
কুরবান আলী নামের এক প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে এসব তথ্য জানায় সংস্থাটি।
সপ্তদশ শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষার ফলাফল পুনঃমূল্যায়ন ও নিয়োগ প্রদানে গত ৭ আগস্ট আবেদনটি করেছিলেন রাজশাহী মোহনপুর মৌগাছি আকুবাড়ীর কুরবান।
তার ওই আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১৯ আগস্ট) এনটিআরসিএ’র সহকারী পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন-১) ফিরোজ আহমেদের স্বাক্ষরে তিনটি ব্যাখ্যা প্রদান করা হয়।
এগুলো হলো:
১. ২০০৫ সালের ১ নং আইন ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন আইন, ২০০৫’-এ প্রদত্ত ক্ষমতাবলে প্রণীত ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ (সংশোধিত)’-এর বিধি ৩ অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ করে। গৃহীত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ (প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ) প্রার্থীদের বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ (সংশোধিত)-এর বিধি ১০ অনুযায়ী শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র প্রদান করা হয়।
২. বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ (অধিকতর সংশোধিত)-এর বিধি ৯-এর উপবিধি (৪)(খ)-তে উল্লেখ রয়েছে, “প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার উত্তরপত্র পুননিরীক্ষণ বা পুনপরীক্ষণের কোন আবেদন গ্রহণ করা হইবে না এবং এতদ্সংক্রান্ত কোন তথ্য প্রার্থী বা তাহার প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হইবে না।” সেপ্রেক্ষিতে মো. কুরবান আলীর সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০-এর মৌখিক পরীক্ষার ফলাফল পুনঃমূল্যায়নের সুযোগ নাই।
৩. বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা ২০০৬ (সংশোধিত)-এর ৮(১)(গ) বিধি অনুযায়ী শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক গ্রহণ করার নির্দেশনা রয়েছে। নির্দেশনা মোতাবেক মো. কুরবান আলীর মৌখিক পরীক্ষা বিষয় বিশেষজ্ঞ, বিভাগীয় বিশেষজ্ঞ ও সভাপতির সমন্বয়ে গঠিত ০৩ (তিন) সদস্য বিশিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ড কর্তৃক গ্রহণ করা হয়েছে। মৌখিক পরীক্ষার উক্ত বোর্ড কর্তৃক প্রদত্ত নম্বরের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়স্থ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-২ শাখা হতে ১৩ ডিসেম্বর ২০১৮ তারিখে জারিকৃত ৩৭.০০.০০০০.০৭৩.০৮.০০৬.১৬-৪২৭ সংখ্যক স্মারকপত্রের নির্দেশনা মোতাবেক চূড়ান্ত ফলাফল প্রস্তুত ও প্রকাশ করা হয়েছে। কিন্তু মো. কুরবান আলী মৌখিক পরীক্ষায় কৃতকার্য হতে পারেননি।
আইন ও বিধি অনুযায়ী শুধু কৃতকার্য প্রার্থীগণই সম্মিলিত জাতীয় মেধা তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন। যেহেতু মো. কুরবান আলী মৌখিক পরীক্ষায় কৃতকার্য হয়নি, সেহেতু মো. কুরবান আলীকে সম্মিলিত জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করার আইনগত কোনো সুযোগ নাই। সম্মিলিত জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্তি ব্যতীত কোনো প্রার্থীর নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে ই-অ্যাপলিকেশনে আবেদন করার আইনগত কোনো সুযোগ নাই।
 

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
       -20251031160223.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন