১১৬ বছরে পা দিয়েছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি এথেল ক্যাটারহ্যাম। বৃহস্পতিবার (২১ আগস্ট) ১১৬তম জন্মদিন উদযাপন করেছেন এই ব্রিটিশ নারী।
তিনি ১৯০৯ সালের ২১ আগস্ট হ্যাম্পশায়ারের শিপটন বেলিঙ্গারে জন্মগ্রহণ করেন। তখন হার্বার্ট অ্যাসকুইথ প্রধানমন্ত্রী ছিলেন, বিট্রিক্স পটার তার বিখ্যাত বই দ্য টেল অফ দ্য ফ্লপসি বানিজ প্রকাশ করেছিলেন এবং জনপ্রিয় গানগুলোর মধ্যে ছিল শাইন অন হার্ভেস্ট মুন।
ক্যাটারহ্যাম ছিলেন এডওয়ার্ড সপ্তম-এর শেষ জীবিত প্রজা, যিনি ১৯১০ সালে মারা যান। প্রথম বিশ্বযুদ্ধের পাঁচ বছর আগে জন্ম নেওয়া ক্যাটারহ্যাম আট ভাইবোনের মধ্যে দ্বিতীয় কনিষ্ঠ।
এপ্রিল মাসে ব্রাজিলিয়ান সন্ন্যাসিনী সিস্টার ইনা ক্যানাবারো লুকাসের মৃত্যুতে তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে পরিচিত হয়েছেন। ২০২০ সালে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি আমার পথচলায় সবকিছু মেনে নিয়েছি, উত্থান-পতন। আমি যা শুনি এবং পছন্দ করি তা-ই করি।’
বর্তমানে তিনি সারের লাইটওয়াটারের কেয়ার হোমে থাকেন এবং জন্মদিনটি পরিবারের সঙ্গে শান্তভাবে উদযাপন করছেন। তার স্বামী নরম্যানের ১৯৭৬ সালের মৃত্যুর পর তিনি প্রায় অর্ধশতাব্দী ধরে বিধবা ছিলেন। তাদের দুটি সন্তান রয়েছে।
কেয়ার হোমের মুখপাত্র জানিয়েছেন, ‘এথেল এবং তার পরিবার জন্মদিন উপলক্ষে প্রদর্শিত সকল সদয় বার্তা এবং আগ্রহের জন্য কৃতজ্ঞ। তিনি আবার সাক্ষাৎকার না দিয়ে পরিবারের সঙ্গে দিনটি শান্তভাবে কাটিয়েছেন।’
গত বছর রাজা চার্লস তাকে ১১৫তম জন্মদিন উপলক্ষে একটি কার্ড পাঠিয়েছিলেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, সবচেয়ে বয়স্ক ব্যক্তির রেকর্ড ফরাসি মহিলা জিন ক্যালমেন্টের, যিনি ১২২ বছর ১৬৪ দিন বেঁচেছিলেন।
সূত্র: দ্য গার্ডিয়ান

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন