ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

সিলেটের রেললাইনের সংস্কার  ও নতুন ট্রেন চালুসহ ৮ দফা দাবি 

সিলেট ব্যুরো
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০১:০৭ এএম

সিলেট-ঢাকা, সিলেট-কক্সবাজার রেলপথে দুটি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীতকরণসহ ৮ দফা দাবিতে সিলেট রেলওয়ে স্টেশনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

গতকাল শনিবার সিলেটের সর্বস্তরের নাগরিকবৃন্দ আয়োজিত মানববন্ধনে একাত্মতা পোষণ করে ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন পরিষদ সিলেট ও কুলাউড়ার সদস্যবৃন্দ, সিলেটের বিভিন্ন সামজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও কুলাউড়ার সর্বস্তরের ট্রেনযাত্রীবৃন্দ, সিলেট রেলওয়ে উন্নয়ন ফোরাম, বাংলাদেশ রেলওয়ে ফ্যান ফোরাম সিলেট। মানববন্ধনে সিলেট ও কুলাউড়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক নেতারাসহ বিপুলসংখ্যক জনসাধারণ অংশ নেন।
এ সময় বক্তারা ৮ দফা দাবি জানিয়ে বলেন, সিলেট-ঢাকা, সিলেট-কক্সবাজার রেলপথে দুটি স্পেশাল ট্রেন চালু, সিলেট-আখাউড়া রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকতরণ, আখাউড়া-সিলেট সেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট সেকশনে সব বন্ধ স্টেশন চালুকরণ, কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দকৃত আসনসংখ্যা বৃদ্ধি, সিলেট-ঢাকাগামী আন্তঃনগর কালনী ও পারাবাত ট্রেনের আজমপুরের পর ঢাকা অভিমুখী সব স্টেশনের যাত্রাবিরতি প্রত্যাহার।

সিলেটের সঙ্গে চলাচলকারী ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা। যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করতে হবে। বক্তারা আরও বলেন, ৮ দফা না মানলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এই দাবি আদায়ের আন্দোলন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সিলেটবাসী তাদের আন্দোলন চালিয়ে যাবে।

সর্বস্তরের ট্রেনযাত্রীবৃন্দ নামক আন্দোলনের প্রধান সমন্বয়ক আজিজুল ইসলাম জানান, ঘোষিত কর্মসূচি অনুযায়ী গত ১১ আগস্ট কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রেল উপদেষ্টা, সচিব ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এ ছাড়া সিলেট বিভাগের বিভিন্ন স্টেশনে সংশ্লিষ্ট উপজেলার মানুষের সঙ্গে মতবিনিময় ও প্রচারপত্র বিলি, রেলওয়ে ও জনপ্রশাসনের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। আগামী ৩০ আগস্ট কুলাউড়া জংশন স্টেশনে প্রতিবাদ সভা হবে। সেই প্রতিবাদ সভা থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে উক্ত আন্দোলনের সিলেট জেলা সমন্বয়ক ও সিলেট বিভাগীয় যুব সংগঠক লায়ন আমিন উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং আন্দোলনের মুখ্য সমন্বয়ক এম আতিকুর রহমান আখইয়ের পরিচালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক সাংবাদিক আজিজুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শামীম আহমদ রনি, দৈনিক প্রভাতবেলার সম্পাদক ও প্রকাশক কবির আহমদ সোহেল, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সিলেট বিভাগের প্রেসিডেন্ট রকিব আল মাহমুদ প্রমুখ।