ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

কিছু উপদেষ্টার কারণে আওয়ামী সুবিধাভোগীরা বহাল তবিয়তে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০১:২১ এএম

কিছু উপদেষ্টার কারণে আওয়ামী সুবিধাভোগী ও ফ্যাসিস্ট কর্মকর্তারা বহাল তবিয়তে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। গতকাল শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, গণঅভ্যুত্থান ১ বছরের মাথায় কালচারাল ফ্যাসিস্টদের শেখ মুজিবপ্রেম দেখে আমি অবাক হয়েছি। যতটুকু বুঝলাম, এদের প্রশাসনে বসে থাকা আওয়ামী ফ্যাসিস্ট কর্মকর্তারা ও ভারতীয় আধিপত্যবাদী শক্তি রসদ জুগিয়েছে। আরও গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, জাপাকে মাঠে নামিয়েছে ভারতীয় ‘র’ এবং স্বতন্ত্রভাবে আওয়ামী লীগকে নির্বাচনে নামানো হবে অথবা জাপার ওপর ভর করবে আপা!

তিনি বলেন, আমি কেন এই সরকারের কতিপয় উপদেষ্টার সমালোচনা করি? কারণ আমি জানি, কতিপয় উপদেষ্টার কারণে আওয়ামী সুবিধাভোগী ও ফ্যাসিস্ট কর্মকর্তারা বহাল তবিয়তে। অর্থাৎ শুধু হাসিনার পতন হলেও পুরো ফ্যাসিবাদী কাঠামো এখনো বিদ্যমান। আপনি এই দেশের পরিবর্তনের লক্ষ্যে পুঁথিগত সংস্কার করে কী করবেন? হাসিনার কর্মকর্তারা আপনার সংস্কার বাস্তবায়ন করে দেবে? হাসিনার লোকগুলোকে সর্বত্র বসিয়ে রাখা হয়েছে, প্রমোশন দেওয়া হয়েছে। এই অবস্থায় কোনো পুঁথিগত সংস্কার বাস্তবায়ন হবে না। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ১ বছরের মাথায় কালচারাল ফ্যাসিস্টদের দাপট দেখেছেন।

পরের বছর এরা মিছিল দেবে, তখন? আরে, শেখ মুজিবের শাসন ছিল হাসিনার থেকেও ভয়ংকর। তার অবৈধ কাজের বৈধতা দান ও অপরাধের সাম্রাজ্যকে রক্ষা করার জন্য সে একটা আলাদা বাহিনী পর্যন্ত তৈরি করেছিল। শেখ মুজিবের শাসন কেমন ছিল ওই সময়কার জাসদ নেতাদের থেকে জেনে নিয়েন। রক্ষীবাহিনীর সন্ত্রাসীরা ট্রাকের পেছনে দড়ি দিয়ে জীবন্ত মানুষকে বেঁধে ট্রাক চালাত। এতে পুরো শরীরের চামড়া ছুলে যেত। এই শেখ মুজিবের বন্দনা করে আবারও সেই শাসন ফিরিয়ে আনতে চান? আহা বাকশালীরা!