রাজধানীর সরকারি ৭ কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ বা ‘খ’ ইউনিটের এ পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু করেছে ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসন। এই ইউনিটে আসনপ্রতি ভর্তিযুদ্ধে লড়বেন ৬ জন পরীক্ষার্থী।
গতকাল শুক্রবার বিকেল ৩টা থেকে শুরু হয়ে ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চার বছর মেয়াদি অনার্স কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ৪৪৯৮টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৪০৯৪ পরীক্ষার্থী। সেই হিসাবে এই ইউনিটে আসনপ্রতি লড়বেন ৫ দশমিক ৩৬ জন শিক্ষার্থী। তবে পূর্বে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক রিফান্ড আবেদনকারীর সংখ্যা ৮৯০ জন।
ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ের জন্য ৫০ নম্বর ও সাধারণ জ্ঞান থেকে ৫০ নম্বরের প্রশ্ন থাকবে। মেধা তালিকায় প্রস্তুতির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর বিবেচনা করা হবে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসন সূত্রে জানা যায়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর ও বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ এবং শহিদ সোহরাওয়ার্দী কলেজে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সাতটি কলেজের অভ্যন্তরে ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সার্বিক তত্ত্বাবধানের জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসনের পাশাপাশি ইউজিসি টিম ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করবে বলে জানা গেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন