সহকারী ও সিনিয়র জজ পদমর্যাদার ৯৬ বিচারককে একযোগে বদলি করা হয়েছে। গতকাল সোমবার আইন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এটি নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নি¤œবর্ণিত সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি করা হলো।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি বিচারকদের জেলা ও দায়রা জজ বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা দপ্তরপ্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে আগামী ২৮ আগস্টে এবং প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ বা ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলীকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।’ জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে সারা দেশে একযোগে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৫৩ বিচারককে বদলি করা হয়েছে। আইন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বদলি কর্মকর্তাদের মধ্যে ১৩ জন অতিরিক্ত আইজি এবং ১৭ জন ডিআইজি রয়েছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন