ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

আরও ৬ বাংলাদেশি  জেলেকে ধরে নিয়ে  গেছে আরাকান আর্মি

কক্সবাজার ব্যুরো
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৭:২৮ এএম
আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে আবারও ছয়জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শাহপরীর দ্বীপের নিকটবর্তী নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ শিকার শেষে ফেরার পথে তাদের ধরে নিয়ে যায়।

টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, আটককৃত ট্রলারের মাঝি আব্দুল হাফেজ এবং অন্য পাঁচজন মাঝিমাল্লা ছিলেন। তাদের সঙ্গে নৌকাটিকে স্পিডবোটে ধাওয়া করে আটক করা হয় এবং মিয়ানমারের দিকে নেওয়া হয়। জেলেরা জানায়, চলতি আগস্ট মাসে ২১ দিনের মধ্যে সাতটি ট্রলার-নৌকা ও ৪৬ জন জেলেকে ধরে নিয়েছে আরাকান আর্মি। এর মধ্যে টানা চার দিনে ৩৯ জন জেলেকে অপহরণ করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রতিদিনই আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশি জেলেদের লক্ষ্য করে অপহরণ চালাচ্ছেন। নিরাপত্তা জোরদার করার জন্য সীমানা ও নৌপথে নজরদারি বাড়ানো প্রয়োজন।’

গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ২৫০ জন জেলেকে আটক করেছে। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে এবং ২৭টি ট্রলার-নৌকা ফেরত আনা হয়েছে।