ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলে সাবেক সচিব জিয়াউলকে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৮:২৪ এএম
হত্যা মামলা

রাজধানীর কাফরুল থানায় করা একটি হত্যা মামলায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত গতকাল সোমবার এই আদেশ দেন। এর আগে এদিন সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জিয়াউল আলমকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়।

পরে জিয়াউল আলমকে কাফরুল থানায় করা রুস্তম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি নিয়ে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এনআইডির তথ্য ফাঁসের মামলায় সাবেক সচিব জিয়াউল আলম দুই দিনের রিমান্ডে।

এর আগে গত ৬ মার্চ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের একটি মামলায় জিয়াউল আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এর আগের দিন ৫ মার্চ চট্টগ্রাম থেকে জিয়াউল আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।