ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার দপ্তর রদবদল করা হয়েছে। গতকাল সোমবার এসব তথ্য জানা গেছে। এর আগে গত রোববার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. সরওয়ারকে অ্যাডমিন ও অতিরিক্ত কমিশনার মো. জিল্লূর রহমানকে ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার করা হয়েছে।
এত দিন অতিরিক্ত কমিশনার প্রশাসনের দায়িত্বে ছিলেন ফারুক আহমেদ। এতে বলা হয়, সম্প্রতি তাকে ডিএমপি থেকে বদলি করে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন