নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অনশন করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের একদল শিক্ষক-কর্মচারী। গতকাল রোববার দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের দপ্তরের সামনে অনশনে বসেন বাংলাদেশ নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষদের নেতারা। পরে বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের আশ্বাসে অনশন প্রত্যাহার করেন তারা।
জানতে চাইলে বাংলাদেশ নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষদের সভাপতি মো. জমির উদ্দিন চৌধুরী বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বাধ্য হয়ে আমরা আজ রোববার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার দপ্তরের সামনে অনশনে বসেছিলাম। পরে বিকেলে সচিব মহোদয়ের আশ্বাসে অনশন প্রত্যাহার করেছি।