কক্সবাজারের বৌদ্ধ পুরাকীর্তির প্রাচীন জনপদ রামু উপজেলাসহ জেলার অন্তত ৩০টি বৌদ্ধ পল্লীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা।
এ উপলক্ষে পর্যটন শহরের অগ্গ্যমেধা বড় ক্যাং, রামুর ঐতিহাসিক রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার, কেন্দ্রীয় সীমা মহাবিহার, রামু মৈত্রী বিহারসহ জেলার অর্ধশতাধিক বৌদ্ধ বিহারে গতকাল সকাল থেকে অনুষ্ঠিত হয় বুদ্ধ পূজা, অষ্টশীল গ্রহণ, মহাসংঘদান ও ধর্মসভা।
সন্ধ্যায় জগতের সব প্রাণীর সুখ ও সমৃদ্ধি কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। পাশাপাশি বিহারগুলোতে আয়োজন করা হয় বর্ণিল ফানুস উৎসব। এ ছাড়া আজ মঙ্গলবার দুপুরে রামুর বাঁকখালী নদীতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী কল্পজাহাজ ভাসানো উৎসব।
রামুর ঐতিহাসিক রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক জ্যোতিসেন মহাথেরো বলেন, প্রবারণা মানে নিজেকে শুদ্ধ করা, অন্যের ভুল ক্ষমা করে নতুন করে শুরু করা। শান্তির বার্তা ছড়িয়ে পড়ে আলোর মতোই দূর-দূরান্তে। জেলাজুড়ে এবারের প্রবারণা উৎসবের আয়োজনে প্যালেস্টাইনসহ বিশ্বব্যাপী চলমান যুদ্ধ পরিস্থিতি বন্ধের আহ্বান জানানো হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন