চলতি সময়ের অভিনেতা আহমেদ সাজু। নিয়মিত নাটক-সিনেমায় অভিনয় করছেন তিনি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মৃত্যুদূত’। এটি পরিচালনা করেছেন সোহানূর রহমান।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রকাশ্যে আসার পর থেকে বেশ সাড়া পাচ্ছেন বলে জানান সাজু। তিনি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আমার অভিনয় জীবনে নতুন দিগন্ত। কাজটি মুক্তি পাওয়ার পর থেকে বেশ সাড়া পাচ্ছি। দর্শকের ভালোবাসা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজের অনুপ্রেরণা দেবে।’
পরিচালক সোহানূর রহমান জানিয়েছেন, ইতিবাচক সাড়ায় তিনি শিগগিরই শুরু করবেন ‘মৃত্যুদূত ২’-এর কাজ। থাকবে আরও চমকপ্রদ কাহিনি ও অ্যাকশন। সমাজের বাস্তবতা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই ও ন্যায়ের বিজয়কে উপজীব্য করে নির্মিত হয়েছে ‘মৃত্যুদূত’। সাজু ছাড়াও এতে আরও অভিনয় করেছেন লিটু করিম, উল্কা, রাজসহ একাধিক তরুণ শিল্পী। সম্প্রতি ‘মৃত্যুদূত’ আহমেদ সাজু ড্রামা ইউটিউব চ্যানেল ও পেজে মুক্তি পেয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন