ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

দুই পুলিশ কর্মকর্তার দুদকে বদলির আদেশ বাতিল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ১২:৩৭ এএম

পুলিশের দুই কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে বদলির আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ (সুপারনিউমারারি পুলিশ সুপার) এবং একই পদের মো. জাহিদুর রহমানকে দুর্নীতি দমন কমিশনের পরিচালক হিসেবে প্রেষণে বদলির আদেশটি বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারি এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে এই দুই পুলিশ কর্মকর্তাকে দুদকে পরিচালক হিসেবে প্রেষণে বদলির আদেশ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উল্লিখিত দুই কর্মকর্তাকে বদলিপূর্বক দুর্নীতি দমন কমিশনে পরিচালক পদে প্রেষণে পদায়নের নিমিত্তে মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হলো। তবে ২৪ ঘণ্টার ব্যবধানে সেই আদেশ বাতিল করে পুনরায় আগের অবস্থানে রাখা হলো। কী কারণে এই আদেশ বাতিল করা হলো, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।