রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৫২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকা থেকে গত শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইমরান খন্দকার (২৯) ও মো. আকিব মিয়া (২৬)।
ডিবির মতিঝিল বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকার ফার্মভিউ সুপার মার্কেটের বিপরীত পাশে স্কাই রেস্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৫২ কেজি গাঁজা ও একটি পিকআপ জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন