দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে থাকা সাংবাদিক ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের পরিচালক সুভাষ চন্দ্র সিংহ রায় ও তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ খন্দকার মমতা হেনা লাভলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
গতকাল সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, এদিন সংস্থার সহকারী পরিচালক বিলকিস আক্তার তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, সুভাষ সিংহ রায়ের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে, যা অনুসন্ধান করা হচ্ছে। দুদক জেনেছে, তিনি ও তার স্ত্রী দেশত্যাগ করার চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো দরকার।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন