ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

নিরাপদ সড়ক ও  ফুটপাত দখলমুক্ত রাখাসহ পাঁচ দফা দাবি

ফার্মগেটে সড়ক আটকে বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ১২:১৮ এএম

কলেজের সামনে অবৈধ পার্কিং এবং ফার্মগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা ওই এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। তারা নিরাপদ সড়ক ও সড়ক দখলমুক্ত রাখাসহ পাঁচ দফা দাবি জানান। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তারা রাস্তা অবরোধ করলে, বিজয় সরণি থেকে হোটেল সোনারগাঁও মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন ওই সড়ক দিয়ে চলাচলকারীরা।

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ফার্মগেট-এর ব্যানারে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীরা কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের কারওয়ান বাজারগামী অংশটি কিছুক্ষণের জন্য অবরোধ করেছিলেন। শিক্ষার্থীরা জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফেরার পথে হলি ক্রস কলেজের সামনে ট্রাকের চাপায় সিফাত নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফুটপাত অবৈধভাবে দখল না থাকলে ওই শিক্ষার্থীর মৃত্যু হতো না। তাই সড়ক নিরাপদ করার দাবিতে তারা আন্দোলন করছেন। এদিন বেলা আড়াইটার দিকে দেখা যায়, তেজগাঁও কলেজ ও তেজগাঁও বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা হলি ক্রস কলেজ রোডটি অবরোধ করে রেখেছেন। সড়কে বেঞ্চ বসিয়ে যান চলাচল বন্ধ করা হয়েছে। অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন ব্যতীত কোনো যানবাহন ওই সড়ক দিয়ে চলতে দেওয়া হচ্ছে না। পুলিশ সদস্যদের ওই জায়গায় নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা গেছে।

তেজগাঁও বিজ্ঞান কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নাজমুল বলেন, স্কুল-কলেজসংলগ্ন রাস্তায় তাৎক্ষণিক স্পিডব্রেকার বসাতে হবে। সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপন, ফুটপাত দখলমুক্ত করতে হবে। অটোরিকশা-মাইক্রোবাসসহ ভারী যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে হবে।

পাঁচ দফা দাবি; আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলো হলোÑ সড়ক নিরাপত্তা অবকাঠামো: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সন্নিকটে অবিলম্বে তিনটি স্পিডব্রেকার, সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার ও ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে। ফুটপাত দখলমুক্তকরণ: ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে। পার্কিং আইন কার্যকর: ‘নো পার্কিং জোন’ কঠোরভাবে কার্যকর করে অবৈধ পার্কিং বন্ধ করতে হবে। যানবাহন নিয়ন্ত্রণ: দুর্ঘটনা এবং যানজট এড়াতে রেলক্রসিং থেকে গির্জা পর্যন্ত রোডে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করতে হবে এবং বর্জ্য ব্যবস্থাপনা: নিয়মিত ও কার্যকর বর্জ্য অপসারণ নিশ্চিত করে রাস্তাটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে হবে।

যানজটের বিষয়ে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার রফিকুল ইসলাম বলেন, কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান নিয়ে ধীরে ধীরে ফার্মগেট এলাকায় এসে জড়ো হয়। প্রায় আধাঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে একপাশে অবস্থান নিলে রাজধানীর ব্যস্ত এ সড়ক দিয়ে যান চলাচল শুরু হয়। ঘটনাস্থলে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তার পাশে সরিয়ে দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে।’